যীশু সেনগুপ্ত
- চালু হচ্ছে ‘আলী যাকের সম্মাননা পদক’। ১২ নভেম্বর সন্ধ্যা ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় থিয়েটার দল ‘আগন্তুক’ এই পদক প্রদান করবে।
- বারবার নিজের ফেসবুক পেজ হ্যাকড হয়ে যাওয়ায় আর পেজটি চালাতে চান না অভিনেতা নিরব। গত কোরবানির ঈদের পর কয়েক মাসে বারবার তাঁর পেজটি বেহাত হয়েছে।
বিজ্ঞাপন
- বর্তমান অভিনেতা-অভিনেত্রীদের অপেশাদারি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী শাহনাজ খুশি। তাঁর মতে, এখনকার অভিনয়শিল্পীরা অযথা মেকআপ ও পোশাক ব্যবহার করেন বলে মন্তব্য করেছেন তিনি।
- দেবালয় ভট্টাচার্যের নতুন ছবিতে রবীন্দ্রনাথ ঠাকুরের চরিত্রে দেখা যাবে যীশু সেনগুপ্তকে। পরিচালক ছবিতে হাজির করবেন বৃদ্ধ বয়সের কবিগুরুকে।
- ‘শাবাশ মিঠু’ শেষ করেই নতুন হিন্দি ছবি ‘শেরদিল’ শুরু করছেন সৃজিত মুখোপাধ্যায়। একটি সত্য ঘটনা অবলম্বনে ছবিটির প্রধান চরিত্রে দেখা যাবে পংকজ ত্রিপাঠিকে।
- অজয় দেবগণকে নিয়ে কাশ্মীরের প্রেক্ষাপটে ‘সিংহম ৩’ তৈরির পরিকল্পনা করছেন রোহিত শেঠি।
- পর্নোগ্রাফি বিতর্কের পর প্রথমবার একসঙ্গে প্রকাশ্যে ক্যামেরাবন্দি হলেন রাজ কুন্দ্রা ও শিল্পা শেঠি।
- শাহরুখ খান প্রযোজিত অভিষেক বচ্চনের ছবি ‘বব বিশ্বাস’ সরাসরি জি-ফাইভে প্রিমিয়ার হবে।
- ‘অ্যাস্ট্রোওয়ার্ল্ড উৎসবে হতাহতের ঘটনায় হৃদয় ভেঙে গেছে’, নীরবতা ভেঙে এমন বিবৃতি দিয়েছেন ড্রেক। ৫ নভেম্বর দুর্ঘটনার সময় মঞ্চে হাজির ছিলেন র্যাপার।
- দুই লাখ ৪৩ হাজার ডলারে বিক্রি হয়েছে প্রয়াত ব্রিটিশ গায়িকা অ্যামি ওয়াইনহাউসের ব্যবহৃত শেষ পোশাক।
- ১৬ বছর পর নতুন অ্যালবাম ‘থ্যাংক ইউ’ মুক্তি দিয়েছেন ডায়ানা রোজ।
- ভিজুয়্যাল ইফেক্ট স্টুডিও ওয়েটা ডিজিটাল বিক্রি করে দিয়েছেন নিউজিল্যান্ডের অস্কারজয়ী পরিচালক পিটার জ্যাকসন। ১৬০ কোটি ডলারে স্টুডিওটি কিনেছে একটি ভিডিও গেমস সফটওয়্যার কম্পানি। বিখ্যাত স্টুডিওটিতে ‘লর্ড অব রিংস’, ‘অ্যাভাটার’-এর মতো ছবির কাজ হয়েছে।