kalerkantho

শনিবার । ১৫ মাঘ ১৪২৮। ২৯ জানুয়ারি ২০২২। ২৫ জমাদিউস সানি ১৪৪৩

শুভ এবার র‌্যাপার

রংবেরং প্রতিবেদক   

১১ নভেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেশুভ এবার র‌্যাপার

সানী সানোয়ার ও ফয়সাল আহমেদের ‘মিশন এক্সট্রিম’ মুক্তি পাবে ৩ ডিসেম্বর। ৯ নভেম্বর ছবিটি বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে। এবার জানা গেল, ছবিটির জন্য একটি প্রমোশনাল র‌্যাপ গান গেয়েছেন ছবির নায়ক আরিফিন শুভ। ব্ল্যাক জাং-এর কথায় গানটির সুর ও সংগীত করেছেন অদিত।

বিজ্ঞাপন

ছবিতে শুভর মারপিট দৃশ্যের কিছু অংশ নিয়ে গানটির ভিডিও নির্মাণ হবে বলে জানান তিনি।

শুভ বলেন, ‘ছবিটি অনেক দিন ধরে মুক্তির অপেক্ষায়। শুটিং শেষ করেই আমরা প্রচারণার নানা বিষয় নিয়ে ভেবে রেখেছিলাম। এ গানের কথা তখনই মাথায় এসেছিল। দেড় বছর আগেই গানটির রেকর্ড হয়েছিল। ছবির স্বার্থেই এত দিন কিছু জানাইনি। শিগগিরই গানটি প্রকাশ পাবে। ’

সংগীত পরিচালক অদিত বলেন, ‘তরুণ প্রজন্মের কাছে র‌্যাপ এখন সবচেয়ে বেশি সমাদৃত। তাদের আকৃষ্ট করতেই র‌্যাপ গানকে বেছে নেওয়া। তা ছাড়া ছবিটি মারপিটে ভরপুর। এমন একটা ছবির প্রমোশনে এনার্জেটিক গান থাকবে এটাই স্বাভাবিক। ’

শুভ ২০১৪ সালে ‘অগ্নি’ সিনেমায় ‘সহে না যাতনা’ শিরোনামে প্রথম গান গেয়েছিলেন। গত বছর মে মাসে নিজের ইউটিউব চ্যানেলের জন্য গেয়েছিলেন ‘মনটা বোঝে না’।সাতদিনের সেরা