‘মুক্তি’ নাটকের একটি দৃশ্য
আজ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটারে মঞ্চস্থ হবে নাট্যদল থিয়েটারের নাটক ‘মুক্তি’। দর্শকনন্দিত নাটকটির শততম মঞ্চায়ন হতে যাচ্ছে আজ। প্রখ্যাত মার্কিন নাট্যকার লি ব্লেসিংয়ের ‘ইনডিপেনডেন্স’ অবলম্বনে নাটকটির ভাবানুবাদ করেছেন প্রয়াত কূটনীতিবিদ মিজারুল কায়েস। ত্রপা মজুমদারের নির্দেশনায় নাটকটির অন্যতম কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত অভিনয়শিল্পী ফেরদৌসী মজুমদার।
বিজ্ঞাপন
২০০৪ সালে ঢাকায় প্রথম মঞ্চায়িত হয় ‘মুক্তি’। এরপর গেল প্রায় দেড় যুগে মঞ্চস্থ হয়েছে ভারত ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে। শততম প্রদর্শনী স্মরণীয় করে রাখতে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। প্রদর্শনীর আগে ‘মুক্তি’ নাটকটি গ্রন্থাকারে প্রকাশ করা হবে। বইটি প্রকাশ করছে সাহিত্য প্রকাশ।