kalerkantho

রবিবার । ৯ মাঘ ১৪২৮। ২৩ জানুয়ারি ২০২২। ১৯ জমাদিউস সানি ১৪৪৩

দীপাবলিতে গায়ক থেকে সুরকার

রংবেরং প্রতিবেদক   

১ নভেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেদীপাবলিতে গায়ক থেকে সুরকার

লোকগানের জনপ্রিয় সংগীতশিল্পী সন্দীপন। ‘সোনাবন্ধু’ খ্যাত এই গায়ক ১৭ বছরের ক্যারিয়ারে প্রথমবার কোনো গানের সুর করলেন। দীপাবলি উপলক্ষে শনিবার প্রকাশ পেয়েছে তাঁর সুরারোপিত প্রথম গান ‘তুই মা কালী কালো বলে’। প্রসেনজিৎ ওঝার কথায় গানটিতে কণ্ঠও দিয়েছেন সন্দীপন।

বিজ্ঞাপন

প্রথমবার সুর করার অনুভূতি প্রকাশ করে সন্দীপন বলেন, ‘একেবারেই ভিন্ন এক অনুভূতি। আসলে কখনো সুর করব ভাবিইনি। প্রসেনজিৎ গানের কথাগুলো লিখে এনে আমাকে বললেন সুর করতে। করলাম, ভালোও লাগল তাঁর। শ্রোতাদের ভালো লাগলে সামনে নিয়মিত সুর করতে চাই। এরই মধ্যে কয়েকটি সুর তৈরি করেছি। ’সাতদিনের সেরা