kalerkantho

বুধবার । ২৩ অগ্রহায়ণ ১৪২৮। ৮ ডিসেম্বর ২০২১। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৩

আরো খবর

২৮ অক্টোবর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেআরো খবর

অ্যালেক বল্ডউইন

♦          পশ্চিমা বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, ‘রাস্ট’ ছবিতে সিনেমাটোগ্রাফারের মৃত্যুর ঘটনায় ছবির প্রযোজকদের কয়েক মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে হতে পারে। এদিকে নিউ মেক্সিকোর পুলিশ জানিয়েছে, অভিনেতা অ্যালেক বল্ডউইন চাইলে রাজ্য ছাড়তে পারেন। তবে বিতর্কিত এই ঘটনায় অভিনেতার সব কাজ পিছিয়ে যাচ্ছে। বল্ডউনের ধারাভাষ্যে পরিবেশ বিষয়ক একটি তথ্যচিত্র মুক্তির কথা থাকলেও সেটা অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেছে।

♦          এবারের জাতিসংঘ জলবায়ু সম্মেলনে বিশ্বনেতাদের আরো জোরালো ভূমিকা রাখার আহবান জানিয়েছেন  গ্র্যামিজয়ী গায়িকা বিলি আইলিশ।

♦          ‘স্কুইড গেমস’ ব্যাপক হিট করলেও নেটফিক্স  থেকে কোনো বোনাস পাননি পরিচালক হং ডং-হিউক।

♦          মেয়ে অ্যাপলের জন্মের সময় মরতে বসেছিলেন গিনেথ প্যালট্রো। ১৭ বছর আগের সেই ঘটনা উল্লেখ করে অভিনেত্রী জানিয়েছেন, অবস্থা এতটাই জটিল ছিল যে দুইবার সিজার করতে হয়।সাতদিনের সেরা