kalerkantho

বুধবার । ২৩ অগ্রহায়ণ ১৪২৮। ৮ ডিসেম্বর ২০২১। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৩

জলবন্দি জীবন নিয়ে বই

রংবেরং প্রতিবেদক   

২৮ অক্টোবর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেজলবন্দি জীবন নিয়ে বই

আবু রায়হান জুয়েলের ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’-এ অভিনয় করেছেন কচি খন্দকার। সিয়াম আহমেদ ও পরীমনিসহ একঝাঁক শিশুশিল্পীর সঙ্গে শুটিংয়ে অংশ নিয়েছিলেন তিনি। ২০২০ সালের ১৪ মার্চ লঞ্চে শুরু হয় শুটিং। ২৬ মার্চ করোনা পরিস্থিতির অবনতি হলে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতি সব শুটিং বন্ধ রাখার ঘোষণা দেয়। শুটিং বন্ধের খবর জানার পর ২৬ তারিখেই ছবির ইউনিট ঢাকার উদ্দেশে রওনা দেয়। ওই দিন পথে তাদের আটকে দেয় খুলনার স্থানীয় প্রশাসন। ৪ এপ্রিল পর্যন্ত খুলনার নদীবন্দরে লঞ্চেই থাকতে হয় সবাইকে। লঞ্চের ‘বন্দি’ জীবনের নানা অভিজ্ঞতা নিয়ে বই লিখেছেন কচি খন্দকার। ‘এমভি শিশুস্বর্গ’ নামের বইটি প্রকাশ করবে শোভা প্রকাশনী। কচি বলেন, ‘করোনা আমাদের অনেক বড় শিক্ষা দিয়েছে। আমরা টানা ২০ দিন পানিবন্দি ছিলাম। বেশির ভাগ সময় ছিলাম নেটওয়ার্কের বাইরে। সারা দুনিয়ায় কী ঘটছে তাও জানতাম না। মনের মধ্যে সংশয় ছিল। তার পরও শিশুদের কিছুই বুঝতে দিইনি। তাদের হাসি-খুশি রাখতাম। তখন মনে হতো শিশুস্বর্গের মাঝে আছি আমরা। ফেরার পর মনে হলো এই অভিজ্ঞতা নিয়ে একটা বই লিখে ফেলা যায়। সেই সিদ্ধান্তের ফলই এই বই।’সাতদিনের সেরা