kalerkantho

বুধবার । ২৩ অগ্রহায়ণ ১৪২৮। ৮ ডিসেম্বর ২০২১। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৩

হচ্ছে না সজল-মাহির ‘হারজিৎ’

রংবেরং প্রতিবেদক   

২৮ অক্টোবর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেহচ্ছে না সজল-মাহির ‘হারজিৎ’

২০১৬ সালের অক্টোবরে বদিউল আলম খোকনের ‘হারজিৎ’ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন আব্দুন নূর সজল ও মাহিয়া মাহি। সে বছর নভেম্বরে শুরু হয়েছিল শুটিং। কিন্তু প্রথম লটের শুটিংয়ের পর ছবিটি আটকে যায়। প্রযোজনা প্রতিষ্ঠান দি অভি কথাচিত্র তখন ‘ভালো থেকো’ ছবির শুটিংয়ে ব্যস্ত ছিল। তারা জানিয়েছিল, ‘ভালো থেকো’ শেষ হওয়ার পর শুরু হবে ‘হারজিৎ’। তবে সেই অপেক্ষার পালা আর শেষ হয়নি। বদিউল আলম খোকন ২০২০ সালে ছবিটি ফের করতে চেয়েও পারেননি। এবার জানা গেল, ছবিটি আর শেষ করতে চায় না প্রযোজনা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির অন্যতম কর্ণধার জাহিদ হাসান অভি বলেন, ‘পাঁচ বছরে অনেক কিছুর পরিবর্তন ঘটেছে। গল্প থেকে শুরু করে ছবিটি নিয়ে যেসব পরিকল্পনা ছিল সেগুলো এখন সেকেলে হয়ে গেছে। তখন ১৬ দিন টানা শুটিং হয়েছে। মাহিয়া মাহি, সজলসহ বেশির ভাগ শিল্পীর পুরো টাকা দেওয়া শেষ। মৌসুমী, ওমর সানী, মিশা সওদাগরদেরও অর্ধেক পারিশ্রমিক দিয়েছি আমরা। সব মিলিয়ে ৬০ লাখ টাকার মতো খরচ হয়েছে। এখন ছবিটি শেষ করতে গেলে আরো ৮০ লাখ টাকা প্রয়োজন। মুক্তি পর্যন্ত প্রচার-প্রচারণাসহ খরচ হবে দেড় কোটি টাকা। এই মুহূর্তে এত টাকা লগ্নি করে বাজার থেকে ফেরত আনা সম্ভব নয়।’ ছবির অভিনেত্রী মাহিয়া মাহি বলেন, ‘আমার সঙ্গে ছবিটি নিয়ে কেউ এখন যোগাযোগ করেন না। জানিও না ছবিটি আর হবে, নাকি হবে না।’ ‘হারজিৎ’-এর আংশিক প্রযোজনায় ছিলেন সজলের মা নূজহাত আলভী। এ প্রসঙ্গে সজল বলেন, ‘আমি ছবিটি নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। প্রযোজনা প্রতিষ্ঠানই জানে ছবির ভবিষ্যৎ।’সাতদিনের সেরা