kalerkantho

বুধবার । ১৬ অগ্রহায়ণ ১৪২৮। ১ ডিসেম্বর ২০২১। ২৫ রবিউস সানি ১৪৪৩

আরো খবর

২৭ অক্টোবর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটে►    সংগীতশিল্পী আকবরের বাসায় চুরির ঘটনা ঘটেছে ২৫ অক্টোবর। নগদ অর্থ ও গহনা চুরি হয়েছে বলে জানান তিনি।

►    অস্ট্রেলিয়ায় ফের চোখের অপারেশন হয়েছে অভিনেতা তাসকিনের। দীর্ঘদিন ধরে তিনি কর্নিয়ার সমস্যায় ভুগছেন।

►   আরিয়ান খান ও অনন্যা পাণ্ডের হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট ফাঁস করেছে ‘ইন্ডিয়া টুডে’ পত্রিকা, যেখানে অনন্যার কাছে গাঁজা চাইতে দেখা গেছে। উত্তরে অভিনেত্রী জানান, গাঁজার প্রচুর চাহিদা। সংবাদমাধ্যমটির দাবি, এই চ্যাটের ওপর ভিত্তি করেই অনন্যাকে জিজ্ঞাসাবাদ করেছে ভারতের মাদক নিয়ন্ত্রক সংস্থা।

►    গেল বছর দ্বিতীয় সন্তান জন্মদানের পর মাতৃত্বকালীন বিষণ্নতায় ভুগেছেন আমান্ডা সেফ্রিড।

►   মুক্তির পরেই উত্তর আমেরিকার বক্স অফিসের শীর্ষে ‘ডিউন’। গেল তিন দিনে ছবিটির আয় চার কোটি ডলার। দ্রুতই আসতে পারে সিক্যুয়ালের ঘোষণা।

►    সামাজিক যোগাযোগ মাধ্যম ঘৃণা করেন ড্যানিয়েল ক্রেগ। জানিয়েছেন, কখনোই ফেসুবক, টুইটার বা ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুলবেন না। ব্যক্তিগত জীবন ভক্তদের থেকে আড়াল রাখতে চান তিনি। 

►    সামাজিক যোগাযোগ মাধ্যমে আসক্তি কমাতে টিকটক থেকে বিরতি নিয়েছেন কানাডিয়ান গায়ক শন মেন্ডেস।

►    ২৮ বছরের নীরবতা ভেঙে মুখ খুলেছেন ব্যান্ডন লির বাগদত্তা এলিজা হাটন। ‘রাস্ট’ দুর্ঘটনার পর দেওয়া এক বিবৃতিতে তিনি শুটিং সেটে আসল আগ্নেয়াস্ত্র ব্যবহারের বিকল্প নিয়ে ভাবতে আহ্বান জানিয়েছেন। এলিজার প্রেমিক ও ব্রুস লির পুত্র ব্যান্ডন লি ১৯৯৩ সালে ‘দ্য ক্রো’র শুটিংয়ের সময় প্রায় একই রকম এক দুর্ঘটনায় মারা যান।সাতদিনের সেরা