kalerkantho

বুধবার । ১৬ অগ্রহায়ণ ১৪২৮। ১ ডিসেম্বর ২০২১। ২৫ রবিউস সানি ১৪৪৩

যেমন প্রেমিক চান

রংবেরং ডেস্ক   

২৭ অক্টোবর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেযেমন প্রেমিক চান

সোনাক্ষী সিনহা

আপাতত সোনাক্ষী সিনহার প্রেমের গুঞ্জন নেই। তিনি কি তবে সিঙ্গল? জনপ্রিয় ‘দ্য কপিল শর্মা’ শোতে সুযোগ পেয়ে অভিনেত্রীকে প্রশ্নটি করেছিলেন কমেডিয়ান কপিল শর্মা। প্রশ্নটি এড়িয়ে যাননি সোনাক্ষী। উত্তরে সরাসরি জানিয়েছেন, তিনি সিঙ্গল। এরপর অবধারিতভাবে পরের প্রশ্নটি করেন কপিল—প্রেমিক হিসেবে কেমন পুরুষ পছন্দ? ‘অবশ্যই সৎ একজন মানুষ যাঁর হৃদয় হবে পবিত্র,’ উত্তরে বলেন সোনা। এ ছাড়া অভিনেত্রীর মনের মানুষকে অবশ্যই লম্বা হতে হবে। অনুষ্ঠানে সোনাক্ষী আরো জানান, তিনি পুরোপুরি পারিবারিক মানুষ। এখনো মা-বাবার সঙ্গে একই বাড়িতে থাকেন। সিনেমা ও মডেলিং থেকে যা আয় হয় সবটা তুলে দেন বাবার হাতে। ‘মা-বাবা আমার সব কিছু। তাঁদের ছাড়া থাকার কথা ভাবতে পারি না।’

ওটিটিতে মুক্তি পাওয়া সোনাক্ষীর শেষ ছবি ‘ভুজ—দ্য প্রাইড অব ইন্ডিয়া’ দর্শক-সমালোচকদের ততটা পছন্দ হয়নি। তবে অভিনেত্রী বলছেন, নিজের পরের ছবিগুলো দিয়ে ভক্তদের মন ভরানোর চেষ্টা করবেন।

 

সূত্র : টাইমস অব ইন্ডিয়াসাতদিনের সেরা