kalerkantho

রবিবার । ২০ অগ্রহায়ণ ১৪২৮। ৫ ডিসেম্বর ২০২১। ২৯ রবিউস সানি ১৪৪৩

আরো খবর

২৬ অক্টোবর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেআরো খবর

জেমস মাইকেল টেইলর

►     পাঁচ বছর আগে শাকিব খান ঘোষণা দিয়েছিলেন ‘প্রিয়তমা’ ছবি নির্মাণের। অবশেষে জানুয়ারি থেকে ছবিটি নির্মাণ করবেন বলে নিশ্চিত করেছেন তিনি।

►     সাজিয়া সুলতানা পুতুল ও তাঁর স্বামী রেজা নূর মিলে ১০০ গান তৈরির উদ্যোগ নিয়েছেন। এর মধ্যে ১০টি গান তৈরিও করেছেন তাঁরা। প্রকাশ করবেন পুতুলের নিজস্ব ইউটিউব চ্যানেলে।

►     গতকাল বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয়েছে ভারতের ৬৭তম চলচ্চিত্র পুরস্কার। ভারতের উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু জয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এবার দাদাসাহেব ফালকে পুরস্কার পেয়েছেন রজনীকান্ত। পুরস্কার নিজের বাস ড্রাইভার বন্ধু রাজ বাহাদুরকে উৎসর্গ করেন অভিনেতা। অভিনয়ে সেরার পুরস্কার পেয়েছেন মনোজ বাজপাই, ধনুশ ও কঙ্গনা রানাওয়াত। ২২ মার্চ এই পুরস্কার ঘোষণা করা হয়।

►     ফের জুটি বাঁধছেন রাজকুমার রাও ও ভূমি পেদনেকর। অনুভব সিনহার পরের ছবিতে দেখা যাবে তাঁদের।

►     ‘ফ্রেন্ডস’ খ্যাত তারকা জেমস মাইকেল টেইলর মারা গেছেন। ৫৯ বছর বয়সী অভিনেতা প্রস্টেট ক্যান্সারে আক্রান্ত ছিলেন। ২৪ অক্টোবর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে তাঁর মৃত্যু হয়। অভিনেতার মৃত্যুতে শোক জানিয়েছেন জেনিফার অ্যানিস্টোনসহ হলিউড তারকারা।

►     কভিডে আক্রান্ত হয়েছেন এড শিরান। টুইটারে নিজেই এ খবর দিয়েছেন ব্রিটিশ গায়ক।সাতদিনের সেরা