kalerkantho

রবিবার । ২০ অগ্রহায়ণ ১৪২৮। ৫ ডিসেম্বর ২০২১। ২৯ রবিউস সানি ১৪৪৩

এবার ড্রাইভার

রংবেরং প্রতিবেদক   

২৬ অক্টোবর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেএবার ড্রাইভার

ইফতেখার চৌধুরীর ‘অগ্নি’ ছবিতে অভিনয় করে রাতারাতি জনপ্রিয়তা পান মাহিয়া মাহি। এরপর ‘অগ্নি’র সিক্যুয়াল ‘অগ্নি ২’ও হয় ব্যবসাসফল। দীর্ঘ ছয় বছর পর আবার ইফতেখারের সঙ্গে কাজ করতে যাচ্ছেন মাহিয়া মাহি। ওয়েব ছবিটির নাম ‘ড্রাইভার’। প্রযোজনা করবে বায়োস্কোপ। ছবিটিতে মাহির সঙ্গে থাকবেন মোশাররফ করিম ও আবদুন নূর সজল।

ইফতেখার বলেন, ‘আগের ছবিটির দুই কিস্তিই ছিল অ্যাকশনে ভরপুর। তবে এবার করব সামাজিক ড্রামা। মাহিয়া মাহি আমার কাছে গল্প শুনেছেন, পছন্দও করেছেন। ডিসেম্বর থেকেই শুটিং শুরু করতে চাই।’ মাহিয়া মাহি বলেন, ‘আমার ক্যারিয়ারের সবচেয়ে ব্যবসাসফল ছবির পরিচালক ইফতেখার স্যার। তাঁর সঙ্গে কাজ করার জন্য আমি সব সময় প্রস্তুত। আশা করছি, এ ছবিটিও দর্শকের ভালো লাগবে।’সাতদিনের সেরা