kalerkantho

বুধবার । ১৬ অগ্রহায়ণ ১৪২৮। ১ ডিসেম্বর ২০২১। ২৫ রবিউস সানি ১৪৪৩

মঞ্চে রাজ-সিমরান

রংবেরং ডেস্ক   

২৫ অক্টোবর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেমঞ্চে রাজ-সিমরান

‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’-তে কাজল ও শাহরুখ

এত দিন দর্শক পর্দায় দেখেছে রাজ মালহোত্রা ও সিমরান সিংয়ের প্রেম। ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ এবার আসছে মঞ্চেও। ১৯৯৫ সালের ২০ অক্টোবর মুক্তি পেয়েছিল সর্বকালের অন্যতম জনপ্রিয় হিন্দি ছবিটি। ২৬তম বর্ষপূর্তিতে সিনেমাটি অবলম্বনে নাটকের ঘোষণা এলো। যে নাটক দিয়ে মঞ্চনাটক পরিচালক হিসেবে অভিষেক হবে আদিত্য চোপড়ার। নাটকটি মঞ্চস্থ হবে যুক্তরাষ্ট্রে। ‘কাম ফল ইন লাভ—দ্য ডিডিএলজে মিউজিক্যাল’ নামের নাটকটি প্রযোজনা করছে যশরাজ ফিল্ম। মূল ছবির গল্পের ওপর ভিত্তি করে নাটকটি হবে সংগীতনির্ভর। গানগুলো লিখবেন ‘লিগালি বন্ড’, ‘মিন গার্লস’ খ্যাত প্রখ্যাত গীতিকার নীল বেনজামিন, সংগীত পরিচালক হিসেবে থাকবেন বিশাল দাদলানি ও শেখর রাবজিয়ানি। শ্রুতি মার্চেন্টের সঙ্গে কোরিওগ্রাফির দায়িত্বে থাকবেন টনি ও এমি পুরস্কারজয়ী রব আসফোর্ড। এ ছাড়া মিউজিক্যাল নাটকটির বিভিন্ন পর্যায়ে যুক্ত থাকবেন থিয়েটারের প্রখ্যাত কর্মীরা। তবে নাটকটিতে কারা অভিনয় করবেন সেটা ঠিক হয়নি।

২০২৩ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের সান ডিয়েগোর ওল্ড গ্লোব থিয়েটারে হবে নাটকটির মঞ্চায়ন। ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ থেকে নাটক নির্মাণ প্রসঙ্গে এক বিবৃতিতে আদিত্য চোপড়া বলেন, ‘১৯৮৫ সালে আমার বয়স ছিল ১৪। তখন এক ছুটির দিনে মা-বাবা আমাকে ও ভাইকে লন্ডনে মঞ্চনাটক দেখতে নিয়ে যান। মিউজিক্যাল থিয়েটারের সেটাই ছিল প্রথম অভিজ্ঞতা, যা আমাকে বাকরুদ্ধ করে দিয়েছিল। বলিউড ছবি ও এ ধরনের মিউজিক্যালের মধ্যে অদ্ভুত মিল আছে। এরা যেন হারিয়ে যাওয়া প্রেমিক। দুই মাধ্যমেই নাচ-গানে গল্প এগিয়ে যায়। তখন থেকেই এমন কিছু করার পরিকল্পা ছিল। অবশেষে আমার স্বপ্নের প্রজেক্টের কথা সবাইকে বলতে পারছি। ২৬ বছর আগে এই সিনেমা দিয়ে আমার পরিচালনার ক্যারিয়ার শুরু হয়েছিল। এখন সিনেমাটিকে ইংরেজি ভাষায় মঞ্চে হাজির করতে চাই, বিশ্বের দর্শকদের কাছে ডিডিএলজের জাদু পৌঁছে দিতে চাই। এই প্রজেক্টটি নিয়ে আমি ভীষণ উত্তেজিত ও নার্ভাস। কারণ জীবনে আমি থিয়েটার করিনি, তবে আমার সঙ্গে দারুণ একটা টিম আছে। তিন বছর ধরে আমরা প্রজেক্টটি তৈরি করেছি।’

সূত্র : বলিউড হাঙ্গামাসাতদিনের সেরা