kalerkantho

বুধবার । ২৩ অগ্রহায়ণ ১৪২৮। ৮ ডিসেম্বর ২০২১। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৩

অর্থপাচার মামলা

সামনে এলো প্রেমের খবর

রংবেরং ডেস্ক   

২৫ অক্টোবর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেসামনে এলো প্রেমের খবর

জ্যাকলিন ফার্নান্দেজ

২০০ কোটি রুপি প্রতারণা মামলায় ব্যবসায়ী সুকেশ চন্দ্রশেখর ও তাঁর স্ত্রী অভিনেত্রী লীনা পালের বিরুদ্ধে মামলা তদন্ত করছে ভারতের অর্থনৈতিক গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়ায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ ও নোরা ফাতেহিকে। চন্দ্রশেখরের আইনজীবীর দাবি তাঁর মক্কেলের সঙ্গে জ্যাকলিনের প্রেম ছিল, সেই সূত্রেই এ মামলায় জড়িয়েছেন শ্রীলঙ্কান অভিনেত্রী। আইনজীবী অনন্ত মালিক বলেন, ‘চন্দ্রশেখরের সঙ্গে জ্যাকলিনের সম্পর্ক ছিল। এ ছাড়া নোরা [ফাতেহি] বিএমডাব্লিউ ব্র্যান্ডের গাড়ি উপহার পেয়েছিলেন। এ দুজন সরাসরি সুবিধাভোগী। এ জন্যই বারবার তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হচ্ছে।’

অনন্তের দাবি অবশ্য উড়িয়ে দিয়েছেন জ্যাকলিনের মুখপাত্র। এক বিবৃতিতে অভিনেত্রীর পক্ষ থেকে বলা হয়, ‘এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সমনের প্রতি শ্রদ্ধা জানিয়ে এর মধ্যেই জ্যাকলিন ফার্নান্দেজ দুইবার হাজির হয়েছেন, ভবিষ্যতেও হবেন। একটা ঘটনার তদন্তের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কথা বলা ঠিক নয়। সম্পর্ক নিয়ে গণমাধ্যমে যেসব তথ্য এসেছে তা তিনি [জ্যাকলিন] দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেন।’

অর্থপাচার মামলায় জ্যাকলিনের নাম আলোচিত হলেও অভিনেত্রী নিজে প্রসঙ্গটি নিয়ে কোনো কথা বলেননি। বরং তিনি নিজের দাতব্য সংস্থা ‘ইয়ো লো’ নিয়ে মনোযোগী। গতকালই মুম্বাইয়ে সংস্থাটির উদ্যোগে সুবিধাবঞ্চিত ৪০ তরুণীকে সহযোগিতা করেছে জ্যাকলিনের ফাউন্ডেশন।

 

সূত্র : বলিউড হাঙ্গামাসাতদিনের সেরা