kalerkantho

বুধবার । ১৬ অগ্রহায়ণ ১৪২৮। ১ ডিসেম্বর ২০২১। ২৫ রবিউস সানি ১৪৪৩

গুরুর পর চলে গেলেন শিষ্য

রংবেরং প্রতিবেদক   

২৩ অক্টোবর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেগুরুর পর চলে গেলেন শিষ্য

শামীম ভিস্তি ও কায়েস চৌধুরী

বৃহস্পতিবার সন্ধ্যায় মারা গেলেন অভিনেতা, নাট্যকার ও পরিচালক কায়েস চৌধুরী। তাঁর মৃত্যুর খবর শুনে অসুস্থ হয়ে পড়েন আরেক অভিনেতা শামীম ভিস্তি। শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে তাঁকে নেওয়া হয় হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে মারা যান তিনি। অভিনেতা ও অভিনয়শিল্পীদের সংগঠন ‘অভিনয়শিল্পী সংঘ’-এর যুগ্ম সাধারণ সম্পাদক রওনক হাসান বলেন, ‘কায়েস ভাইকে গুরু মানতেন শামীম ভাই। গুরুর মৃত্যুর খবর শুনে নিজেই স্ট্রোক করে বসলেন। কায়েস ভাইয়ের সঙ্গে একই রাতে তিনিও অনন্ত যাত্রায় শামিল হলেন।’

শামীম ভিস্তির বয়স হয়েছিল ৫৫ বছর। নাটকের দল ‘নাট্যচক্র’-এর সদস্য ছিলেন। মঞ্চনাটক ছাড়াও অভিনয় করেছেন টিভি নাটক ও চলচ্চিত্রে। যৌবনের শুরুতে জীবিকার তাগিদে জাপান গিয়েছিলেন। সেখানকার সরকারি টিভি চ্যানেলের নাটকে জাপানি ভাষায় প্রথম অভিনয় করেন শামীম। দুই দশক আগে দেশে ফিরে অভিনয়কেই পেশা হিসেবে নিয়েছিলেন। সর্বশেষ অভিনয় করেন মামুনুর রশীদের রচনা ও ফজলে আজিম জুয়েলের প্রযোজনায় বিটিভির নাটক ‘জিন্দাবাহার’-এ।সাতদিনের সেরা