kalerkantho

সোমবার । ১৪ অগ্রহায়ণ ১৪২৮। ২৯ নভেম্বর ২০২১। ২৩ রবিউস সানি ১৪৪৩

আসছে পরীমনির শত্রুতা

রংবেরং প্রতিবেদক   

২০ অক্টোবর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেআসছে পরীমনির শত্রুতা

শফিক হাসানের ‘ধূমকেতু’ ছবিতে শাকিব খানের সঙ্গে প্রথম জুটি হয়েছিলেন পরীমনি। এরপর একই পরিচালকের ‘বাহাদুরি’ ও ‘শত্রুতা’ ছবিতে কাজ করেন। এর মধ্যে ‘শত্রুতা’র শুটিং-ডাবিং ও অন্যান্য পোস্ট প্রডাকশনের কাজ শেষ হয়েছে। আগামী সপ্তাহে ছবিটি সেন্সরে জমা পড়বে। ৫ নভেম্বর ছবিটি সারা দেশে মুক্তি দেওয়ার লক্ষ্যে এর মধ্যে প্রযোজনা প্রতিষ্ঠান এস এম টেলিমিডিয়া প্রচার-প্রচারণা শুরু করেছে। সব ঠিকঠাক থাকলে ‘বিশ্ব সুন্দরী’র প্রায় এক বছর পর বড় পর্দায় নতুন ছবি নিয়ে হাজির হতে যাচ্ছেন পরী। ছবির পরিচালক শফিক হাসান বলেন, ‘অনেকটা গোপনে ছবিটির শুটিং করেছি। এই ছবির গল্প পরীমনির বাস্তব জীবনের সঙ্গে অনেকটা মিলে যায়। দেখা যাবে, কোনো একটি ঘটনায় ভিকটিম হয়ে তিনি জেলে গেছেন, আবার বীরের বেশে ফিরেছেন জীবনে। তার পর থেকে একের পর এক সাফল্য ধরা দেয় তাঁর হাতে। আশা করছি, পরীভক্তদের ছবিটি ভালো লাগবে।’ ‘শত্রুতা’য় পরীর সঙ্গে জুটি হয়েছেন সাইমন সাদিক।সাতদিনের সেরা