kalerkantho

সোমবার । ১৪ অগ্রহায়ণ ১৪২৮। ২৯ নভেম্বর ২০২১। ২৩ রবিউস সানি ১৪৪৩

ফের নতুন জুটি নিয়ে

রংবেরং প্রতিবেদক   

২০ অক্টোবর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপরিচালক সোহানুর রহমান সোহানের হাত ধরে চলচ্চিত্রে এসেছেন সালমান শাহ, মৌসুমী, শাকিল খান, শাকিব খানসহ অনেকে। এবার সোহানুর রহমান সোহান নতুন আরেক জুটি নিয়ে হাজির হতে যাচ্ছেন ঢালিউডে। জিসান খান ও সানিয়া নূর নামের জুটিকে দেখা যাবে ‘স্বপ্নের রাজকুমার’ নামের ছবিতে। ১৮ অক্টোবর এফডিসিতে ছবিটির মহরত অনুষ্ঠিত হয়েছে। শিগগিরই শুরু হবে শুটিং। সোহান বলেন, ‘আমি সব সময় ইন্ডাস্ট্রিতে নতুন মুখ উপহার দেওয়ার চেষ্টা করেছি। সফলতাও পেয়েছি। এই নতুন জুটিকে অনেক দিন ধরে গ্রুমিং করিয়েছি। এখন তারা নাচ, অভিনয় এবং মারপিটে দক্ষ। দর্শকদের ভালো কিছু উপহার দিতে পারবে। জায়গাও করে নিতে পারবে ইন্ডাস্ট্রিতে।’ সাতদিনের সেরা