kalerkantho

সোমবার । ১৪ অগ্রহায়ণ ১৪২৮। ২৯ নভেম্বর ২০২১। ২৩ রবিউস সানি ১৪৪৩

আসছে মিথিলার হিন্দি ছবি রোহিঙ্গা

রংবেরং প্রতিবেদক   

১৯ অক্টোবর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেআসছে মিথিলার হিন্দি ছবি রোহিঙ্গা

‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগেই বলিউডের চলচ্চিত্র ‘রোহিঙ্গা’তে অভিনয় করেছেন তানজিয়া জামান মিথিলা। হায়দার খানের পরিচালনায় ছবিটির শুটিং-ডাবিং ও সম্পাদনাসহ অন্যান্য পোস্ট প্রডাকশনের কাজ সম্প্রতি শেষ হয়েছে। ঘোষিত হয়েছে মুক্তির তারিখও। ১৫ নভেম্বর অ্যাপেল টিভি অ্যাপে ছবিটি মুক্তি পাবে। মিথিলা বলেন, ‘আমার জন্য খুবই আনন্দের সংবাদ। মাঝখানে ছবিটি সেন্সর জটিলতায় পড়েছিল। কিছু অংশ কর্তন সাপেক্ষে শেষ পর্যন্ত ছাড়পত্র পেয়েছে। ভেবেছিলাম ভারতের বিভিন্ন রাজ্যের হলে ছবিটি মুক্তি পাবে। প্রযোজক-পরিচালক সেভাবেই প্রস্তুতিও নিয়েছিলেন। সারা ভারতের হল মালিকদের সঙ্গে যোগাযোগও শুরু করেছিলেন। কিন্তু করোনার কারণে সব এলোমেলো হয়ে গেল। এখন জানলাম হলে নয়, সরাসরি অনলাইনে ছবিটি মুক্তি পাচ্ছে। তার পরও এটা ভেবে ভালো লাগছে যে, শেষ পর্যন্ত দর্শক ছবিটি দেখতে পাবেন।’

‘রোহিঙ্গা’ ছবিতে মিথিলা ডাক পেয়েছিলেন ২০১৯ সালের জুনে। মিথিলার সঙ্গে অভিনয় করেছেন ‘মিস্টার ভুটান’ স্যাঙ্গে। কিছুদিন আগে মুক্তি পাওয়া বলিউড ছবি সালমান খান অভিনীত ‘রাধে’তে ভিলেন হয়েছিলেন তিনি।

ছবির বিষয়বস্তু নিয়ে মিথিলা বলেন, ‘রোহিঙ্গা সমস্যা নিয়ে ছবির প্লট। তবে এটি আগাগোড়া প্রেমেরই গল্প। এখানে আমি অভিনয় করেছি মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা মেয়ে হোসনে আরার চরিত্রে। মেয়েটি এক পর্যায়ে ভারতীয় যোদ্ধার প্রেমে পড়ে।’সাতদিনের সেরা