kalerkantho

সোমবার । ১৪ অগ্রহায়ণ ১৪২৮। ২৯ নভেম্বর ২০২১। ২৩ রবিউস সানি ১৪৪৩

অভিনব অনন্ত

রংবেরং প্রতিবেদক   

১৬ অক্টোবর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঅভিনব অনন্ত

আজ এক সংবাদ সম্মেলনে বহুল আলোচিত ‘দিন দ্য ডে’ ছবির পোস্টার উন্মোচন ও মুক্তির তারিখ ঘোষণা করবেন নায়ক-প্রযোজক-পরিচালক অনন্ত জলিল। সংবাদ সম্মেলন শেষে রাজধানীর যমুনা ফিউচার পার্কে আমন্ত্রিত গণমাধ্যমকর্মীদের দেখাবেন জেমস বন্ড সিরিজের নতুন কিস্তি ‘নো টাইম টু ডাই’। এ সময় অনন্তর সঙ্গে থাকবেন তাঁর স্ত্রী ও ছবিটির নায়িকা আফিয়া নুসরাত বর্ষা। নিজের ছবির প্রচারণামূলক সংবাদ সম্মেলনে ডেকে অন্য ছবি দেখানোর এই আইডিয়া অনেকের কাছেই অভিনব মনে হয়েছে।

বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত ছবিটি পরিচালনা করছেন ইরানের মুর্তজা অতাশ জমজম। আগেই অনন্ত জানিয়েছিলেন, পাঁচটি ভাষায় বিশ্বের ৮০টি দেশে একসঙ্গে মুক্তি দিতে চান ছবিটি। মধ্যপ্রাচ্যের যেসব দেশে বাংলাদেশিরা কাজ করেন সেখানে বাংলা ভাষাতেই মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।সাতদিনের সেরা