kalerkantho

সোমবার । ১৪ অগ্রহায়ণ ১৪২৮। ২৯ নভেম্বর ২০২১। ২৩ রবিউস সানি ১৪৪৩

পেপের বায়োপিক প্রযোজনায়

ডিকাপ্রিও-অভয়

রংবেরং ডেস্ক   

১৬ অক্টোবর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেডিকাপ্রিও-অভয়

কিংবদন্তি মার্কিন বক্সার উইলি পেপের জীবন নিয়ে তৈরি হবে চলচ্চিত্র ‘পেপ’। ছবিটি যৌথভাবে প্রযোজনা করবেন অস্কারজয়ী হলিউড অভিনেতা লিওনার্দো ডিকাপ্রিও ও ভারতীয় অভিনেতা অভয় দেওল। স্পোর্টস বায়োপিকটি পরিচালনা করবেন রবার্ট কোলোনডি। এটি হবে পরিচালকের তৃতীয় ছবি। প্রথমটি ‘ল্যান্ড অব নড’ মুক্তি পায় ২০১১ সালে, আরেকটি ‘ডেলস লেট’ আছে মুক্তির অপেক্ষায়। পেপের চরিত্রে অভিনয় করবেন ‘ব্যান্ড অব ব্রাদার্স’খ্যাত জেমস মাদিয়ো। এ ছাড়া ছবিতে আছেন কির গিলক্রিস্ট। তবে ছবির প্রধান নারী চরিত্রে কে অভিনয় করবেন জানানো হয়নি।

অভয় দুই বছর আগে রতন জিনওয়ালার সঙ্গে মিলে প্রযোজনা প্রতিষ্ঠান ব্লিসপয়েন্ট এন্টারটেইনমেন্ট প্রতিষ্ঠা করেন। এর আগে প্রতিষ্ঠানটি থেকে হলিউডে তৈরি হয় ছবি ‘সন’। অন্যদিকে ডিকাপ্রিও প্রযোজনায় অনেক দিন থেকেই নিয়মিত। তাঁর প্রতিষ্ঠান থেকে ‘দ্য উলফ অব ওয়াল স্ট্রিট’, ‘শাটার আইল্যান্ড’, ‘দ্য অ্যাভিয়েটর’ ইত্যাদি ছবির সহপ্রযোজক ছিলেন।

সূত্র : টাইমস অব ইন্ডিয়াসাতদিনের সেরা