kalerkantho

সোমবার । ১৪ অগ্রহায়ণ ১৪২৮। ২৯ নভেম্বর ২০২১। ২৩ রবিউস সানি ১৪৪৩

প্রভাসকে নিয়ে ফিরছেন

রংবেরং ডেস্ক   

১৬ অক্টোবর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপ্রভাসকে নিয়ে ফিরছেন

মাতৃত্বকালীন বিরতি শেষে ফের কাজে ফিরছেন কারিনা কাপুর খান। যার প্রস্তুতি হিসেবে গেল সপ্তাহে হেঁটেছেন ল্যাকমে ফ্যাশন উইকে। এবার জানা গেল, দক্ষিণ ভারতের তারকা প্রভাসের সঙ্গে ‘স্পিরিট’ নামের একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন কারিনা। কেউই ছবিটি সম্পর্কে আনুষ্ঠানিক মন্তব্য করেননি, তবে ভারতের চলচ্চিত্রবিষয়ক বিভিন্ন অনলাইন সংবাদপত্র বলছে খবর পাকা। ছবির জন্য ১৫০ কোটি রুপি পারিশ্রমিক হেঁকেছেন প্রভাস। অভিনেতার সাম্প্রতিক বিভিন্ন ছবির মতো এটিও মুক্তি পাবে ভারতের বিভিন্ন আঞ্চলিক ভাষায়। ছবিটি পরিচালনা কে করবেন সেটাও জানা যায়নি।

কারিনার সঙ্গে ছবি করলে অন্য রকম এক চক্র পূর্ণ হবে প্রভাসের। কারণ অভিনেতা এখন কারিনার স্বামী সাইফ আলী খানের সঙ্গে ‘আদিপুরুষ’-এর শুটিং করছেন। নতুন ছবি করলে স্বামী, স্ত্রী দুজনের সঙ্গেই ছবি করা হবে। নতুন এই ছবি মুক্তির আগেই অবশ্য কারিনাকে পর্দায় দেখতে পাবে দর্শক। ২০২২ সালের ভালোবাসা দিবসে মুক্তি পাবে আমির খানের সঙ্গে তাঁর ‘লাল সিং চাড্ডা’। দ্বিতীয় সন্তান জেহাঙ্গীরের জন্মদানের আগেই ‘ফরেস্ট গাম্প’-এর রিমেকটির শুটিং শেষ করেছিলেন কারিনা।

 

সূত্র : টাইমস অব ইন্ডিয়াসাতদিনের সেরা