kalerkantho

সোমবার । ১৪ অগ্রহায়ণ ১৪২৮। ২৯ নভেম্বর ২০২১। ২৩ রবিউস সানি ১৪৪৩

গেলেন বর্ষণ এলেন নূর

রংবেরং প্রতিবেদক   

১৬ অক্টোবর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেগেলেন বর্ষণ এলেন নূর

কথা ছিল আব্দুস সামাদ খোকনের ‘শ্রাবণ জ্যোত্স্নায়’ ছবিতে দীঘির নায়ক হবেন ‘ঊনপঞ্চাশ বাতাস’খ্যাত ইমতিয়াজ বর্ষণ। গতকাল থেকে শুরু হয়েছে ছবিটির শুটিং। এর এক দিন আগে জানা গেল বর্ষণ নন, ছবিটিতে অভিনয় করছেন গাজী আব্দুন নূর। গত মাসেই (১৫ সেপ্টেম্বর) শুরু হওয়ার কথা ছিল ছবিটির শুটিং। এর আগে হঠাৎ করেই ছবি থেকে সরে গেলেন বর্ষণ। চুক্তির সময় নেওয়া সাইনিং মানিও পরিচালককে ফেরত দিয়েছেন তিনি। পরিচালক আব্দুস সামাদ খোকন বলেন, ‘বিষয়টা এত দিন কাউকে জানাইনি। বর্ষণ সরে দাঁড়ানোর পর নতুন নায়ক খুঁজতে হয়েছে। তাই শুটিংও এক মাস পেছাতে হয়েছে। বর্ষণের সরে দাঁড়ানোটাকে আমি ভিন্ন চোখে দেখছি না। ও আগেই আরেকটি ছবিতে শিডিউল দিয়ে রেখেছিল। নূরও ভালো অভিনেতা। মঞ্চের শিল্পী। ভারতের বাংলা সিরিয়ালে অভিনয় করে পরিচিতিও পেয়েছে বেশ।’

বর্ষণ বলেন, ‘শুটিংয়ের শিডিউল না পেয়েই ছবিটিতে চুক্তিবদ্ধ হয়েছিলাম। পরে যখন শিডিউল জানলাম তখন ‘ওরা সাতজন’ ছবির শিডিউলের সঙ্গে মিলে যাচ্ছিল। এ কারণেই সরে দাঁড়াতে হয়েছে। পরিচালকও বিষয়টি বুঝতে পেরেছেন।’

কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের উপন্যাস ‘শ্রাবণ জ্যোত্স্নায়’ অবলম্বনে নির্মিত হচ্ছে সরকারি অনুদান পাওয়া ছবিটি।সাতদিনের সেরা