kalerkantho

বুধবার । ১১ কার্তিক ১৪২৮। ২৭ অক্টোবর ২০২১। ১৯ রবিউল আউয়াল ১৪৪৩

নতুন জুটি

রংবেরং প্রতিবেদক   

১৪ অক্টোবর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনতুন জুটি

চলচ্চিত্রে জুটি বাঁধলেন এফ এস নাঈম ও রাফিয়াত রশিদ মিথিলা। অরুণ চৌধুরীর ‘জলে জ্বলে তারা’ ছবিতে দুজনই চুক্তিবদ্ধ হয়েছেন মঙ্গলবার। টিভি নাটকে একসঙ্গে অভিনয় করলেও এবারই প্রথম বড় পর্দায় দেখা যাবে তাঁদের। এক যুগ আগে মুক্তি পেয়েছিল নাঈম অভিনীত প্রথম ছবি ‘জাগো’। পরে ‘ভালোবাসার রংধনু’ করলেও ছবিটি নানা কারণে মুক্তি পায়নি। সরকারি অনুদান পাওয়া ‘জলে জ্বলে তারা’ দিয়েই ফিরলেন চলচ্চিত্রে। অন্যদিকে মিথিলা এর আগে দেশে করেছেন মুক্তি প্রতীক্ষিত ছবি ‘অমানুষ’। তবে ভারতের তিনটি বাংলা ছবিতে অভিনয় করছেন। আজ থেকে ‘জলে জ্বলে তারা’র দ্বিতীয় লটের শুটিংয়ে নাঈমের সঙ্গে অংশ নেবেন তিনি। নায়ক-নায়িকা ছাড়াই প্রথম লটের শুটিং করেছেন, জানালেন পরিচালক।সাতদিনের সেরা