kalerkantho

রবিবার । ১৩ অগ্রহায়ণ ১৪২৮। ২৮ নভেম্বর ২০২১। ২২ রবিউস সানি ১৪৪৩

বুসানে ফারুকীর নো ল্যান্ডস ম্যান-এর প্রিমিয়ার

দেখে ইমন বললেন মাস্টারপিস

রংবেরং প্রতিবেদক   

১০ অক্টোবর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেদেখে ইমন বললেন মাস্টারপিস

উৎসব ফটকে ছবির পোস্টারের পাশে আবু শাহেদ ইমন

৬ অক্টোবর দক্ষিণ কোরিয়ায় বসেছে বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৬তম আসর। এশিয়ার মর্যাদাপূর্ণ এই চলচ্চিত্র উৎসবে গতকাল ওয়ার্ল্ড প্রিমিয়ার হলো মোস্তফা সরয়ার ফারুকীর প্রথম ইংরেজি ভাষার ছবি ‘নো ল্যান্ডস ম্যান’-এর। এর আগে বিশ্বের যেসব উৎসবেই ফারুকীর ছবি গেছে, প্রায় সবখানেই হাজির থেকেছেন তিনি। এই প্রথম নিজের ছবির প্রথম শো-তে থাকতে পারেননি। বাংলাদেশিদের জন্য দক্ষিণ কোরিয়ায় কোয়ারেন্টিন বিধি বেশ জটিল, সে কারণেই উৎসবে হাজির হতে পারেননি ফারুকী। এ নিয়ে আফসোস করলেন। তবে ছবির অন্যতম প্রযোজক শ্রীহরি সাঠে ছিলেন সেখানে, তাঁর কাছ থেকে শুনেছেন দর্শকদের প্রতিক্রিয়া। শুনেছেন বাংলাদেশি নির্মাতা আবু শাহেদ ইমনের কাছ থেকেও। বুসানে আমন্ত্রিত আরেকটি ছবি ‘পায়ের তলায় মাটি নাই’-এর প্রযোজক ইমন।

মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘শ্রীহরি আমাকে জানিয়েছে, দর্শক খুবই পছন্দ করেছে ছবিটা। চরিত্রগুলোর দুঃখ-কষ্ট, আনন্দের মুহূর্তে দর্শক কেঁদেছে আবার হেসেছেও। ইমন তো ছবি দেখে ফেসবুকে দারুণ কিছু কথা লিখেছে। শ্রীহরিও আমাকে একই কথা বলেছে। প্রশ্ন-উত্তর পর্বেও দর্শক এটা-ওটা জানতে চেয়ে ওদের প্রশ্নবাণে জর্জরিত করেছে। আলহামদুলিল্লাহ। আমি ভীষণ খুশি।’

‘জালালের গল্প’ খ্যাত নির্মাতা আবু শাহেদ ইমন ফেসবুকে ‘নো ল্যান্ডস ম্যান’কে ‘মাস্টারপিস’ ও ‘সত্যিকারের আন্তর্জাতিক ছবি’ অভিহিত করেছেন। ইমন বলেন, ‘আমার দেখা অন্যতম সেরা ছবি এটি। একজন অভিবাসীর চরিত্রের ভেতরের দ্বিধা পরিচালক ও অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী খুবই মুনশিয়ানার সঙ্গে উপস্থাপন করেছেন। ছবি দেখার সময় ফারুকী ভাইকে নিয়ে আমি গর্ববোধ করেছি। মনে হয়েছে ছবি নির্মাণে তিনি তাঁর সেরাটা দিয়েছেন।’

বাংলা ও ইংরেজি ভাষায় নির্মিত ছবিটির বিভিন্ন চরিত্রে বলিউডের নওয়াজউদ্দিন সিদ্দিকী ছাড়াও অভিনয় করেছেন বাংলাদেশের তাহসান রহমান খান, অজি অভিনেত্রী মেগান মিশেলসহ ভারতের ঈশা চোপড়া, বিক্রম কোচার, কিরণ খোজে প্রমুখ। সংগীতে আছেন এ আর রহমান।সাতদিনের সেরা