kalerkantho

শনিবার । ৩১ আশ্বিন ১৪২৮। ১৬ অক্টোবর ২০২১। ৮ রবিউল আউয়াল ১৪৪৩

নারীই হওয়ার কথা ছিল বন্ডের

রংবেরং ডেস্ক   

২৯ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেড্যানিয়েল ক্রেগ বছর কয়েক আগে জানিয়েছিলেন, তিনি আর জেমস বন্ড চরিত্রে অভিনয় করতে চান না, আলোচনার শুরু তখন থেকেই। কোনো নারী কি বন্ড হতে পারে? পক্ষে-বিপক্ষে অনেকে মতামত দিলেন। বন্ড হতে চাই—প্রথম সারির অনেক অভিনেত্রীই এমন খায়েশ প্রকাশ করলেন। কিছুদিন আগে সেই আলোচনা ফের নতুন করে শুরু হয় ড্যানিয়েল ক্রেগের সাক্ষাৎকার প্রকাশিত হওয়ার পর। নতুন বন্ড ছবি ‘নো টাইম টু ডাই’-এর মুক্তি উপলক্ষে এক প্রচারণায় ব্রিটিশ অভিনেতা বলেন, পারলে বন্ডের মতো আলাদা নারী চরিত্র তৈরি করা হোক, কিন্তু নারী বন্ড দেখতে চাই না। নারী বন্ড নিয়ে আলোচনায় এবার নতুন মাত্রা যোগ করলেন লেখক স্টিভেন জে রুবিন। ‘দ্য জেমস বন্ড মুভি এনসাইক্লোপিডিয়া’ বইয়ের এই লেখকের দাবি, জেমস বন্ড চরিত্রটি আদতে নারীই হওয়ার কথা ছিল! ‘চিত্রনাট্যকার লরেনজো সেমপল ও প্রযোজক গ্রেগরি র‌্যাটফ এই পুরো প্রক্রিয়ার [নারী বন্ড] সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৫০-এর দশকের মাঝামাঝি সুজান হেওয়ার্ডকে নিয়ে বন্ড ছবি করার প্রস্তুতি নিচ্ছিলেন—কিন্তু পরে সেটা আর হয়নি’, বলেন স্টিভেন।

            সূত্র : ফিমেল ফার্স্টসাতদিনের সেরা