kalerkantho

বৃহস্পতিবার । ১২ কার্তিক ১৪২৮। ২৮ অক্টোবর ২০২১। ২০ রবিউল আউয়াল ১৪৪৩

সাহস থেকেই এত দূর

রংবেরং ডেস্ক   

২৮ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেসাহস থেকেই এত দূর

আনা ডে আরমাস

বড় হয়েছেন কিউবায়। ছোটবেলায় সিনেমায় অভিনয়, তারকাখ্যাতি পাওয়া তাঁর কাছে ছিল কল্পনার চেয়েও বেশি। কিন্তু সেই ‘অবাস্তব’ কল্পনা পেছনে ফেলে আনা ডে আরমাস এখন হলিউডের অন্যতম প্রতিশ্রুতিশীল অভিনেত্রীর একজন। অভিনেত্রী জানান, সাহস আর আত্মবিশ্বাসের জোরেই এত দূর এসেছেন তিনি, ‘বারো বছর বয়সে প্রথম অভিনয়ের স্বপ্ন দেখি। এই স্বপ্ন দেখাটা তখন ছিল ভীষণ দুঃসাহসের। কারণ পয়সার ভীষণ টানাটানি চলছিল। আমাদের বাড়িতে ভিডিও দেখার কোনো ব্যবস্থা ছিল না, যেতে হতো প্রতিবেশীর বাড়িতে। নতুন কোনো ভিডিও দেখে পছন্দ হলে বাড়ি ফিরে আয়নার সামনে দাঁড়িয়ে সেটা পারফর্ম করতাম।’ পরিবারের যে অবস্থা ছিল আনা তখন কিউবার বাইরে যাওয়ার কথা ভাবতেও পারতেন না। এত প্রতিকূলতার মধ্যেও তাঁর জীবন বদলে দেয় একটি কঠিন সিদ্ধান্ত। ‘১৮ বছর বয়সে স্নাতক শেষ করার পর ঠিক করি স্পেনে চলে যাব। আমার স্প্যানিশ পাসপোর্ট আছে, আর আছে অফুরন্ত আত্মবিশ্বাস। দ্রুতই একটা টিকিট কিনি আর মাকে বলি, পয়সা ফুরালেই ফিরে আসব। সৌভাগ্যবশত স্পেনে যাওয়ার পরের সপ্তাহেই বড় এক কাস্টিং ডিরেক্টরের সঙ্গে পরিচয় হয়। বড় এক টিভি সিরিজে ডাক পাই। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি,’ বলেন আনা।

স্পেনে সাফল্যের পর হলিউডেও প্রশংসিত হন অভিনেত্রী। ড্যানিয়েল ক্রেইগের সঙ্গে ‘নাইভস আউট’ ব্যবসাসফল হওয়ার পর পাঁচটির বেশি বড় বাজেটের ছবিতে চুক্তিবদ্ধ হন, যার একটি জেমস বন্ড সিরিজের ‘নো টাইম টু ডাই’। ৮ অক্টোবর বিশ্বব্যাপী মুক্তি পাবে ছবিটি। এ ছবিতেও তাঁর বিপরীতে আছেন ক্রেইগ।

 

সূত্র : ফিমেল ফার্স্টসাতদিনের সেরা