kalerkantho

মঙ্গলবার । ৩ কার্তিক ১৪২৮। ১৯ অক্টোবর ২০২১। ১১ রবিউল আউয়াল ১৪৪৩

আরো খবর

২৭ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেআরো খবর

জয়া বচ্চন

►      ২৮ সেপ্টেম্বর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার  জন্মদিনে দেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য এনিমেশন ছবি ‘মুজিব আমার পিতা’র প্রিমিয়ার। প্রিমিয়ারের পর রাজধানীর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে হবে তিন দিনের বিশেষ প্রদর্শনী। প্রধানমন্ত্রীর লেখা বই ‘শেখ মুজিব আমার পিতা’ অবলম্বনে ছবিটি দর্শকরা টিকিট কেটে দেখতে পারবেন ১ অক্টোবর থেকে। 

►      কালাম কায়সারের ‘যার নয়নে যার লাগে ভালো’ ছবিতে নায়িকার চরিত্রে অভিনয় করবেন বিপাশা কবির।

►      মাতৃত্বকালীন বিরতি শেষে কাজে ফিরছেন নুসরত জাহান। সুদেষ্ণা রায় ও অভিজিৎ গুহর ‘জয় কালী কলকত্তেওয়ালি’তে সোহম চক্রবর্তীর সঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে তাঁকে।

►      নভেম্বরে দীপাবলি উৎসবে অক্ষয় কুমার-ক্যাটরিনা কাইফ জুটির ‘সূর্যবংশী’ মুক্তি পাবে নিশ্চিত করেছেন পরিচালক রোহিত শেঠি। জানা গেছে, একই সময়ে সালমান খানের ‘অন্তিম’ও মুক্তি পাবে।

►      বলিউডে ৫০ বছর পূর্ণ করেছেন জয়া বচ্চন। ১৯৭১ সালের ২৪ সেপ্টেম্বর মুক্তি পায় তাঁর প্রথম হিন্দি ছবি ‘গুড্ডি’।

►      নেটফ্লিক্সের জনপ্রিয় ছবি ‘মার্ডার মিস্ট্রি’র সিক্যুয়াল আসবে। এ ছাড়া আসবে ‘এক্সট্রাকশন’-এর সিক্যুয়ালও।

►      এমি জয়ী নেটফ্লিক্সের সিরিজ ‘দ্য ক্রাউন’-এর পঞ্চম সিজন প্রচার হবে নভেম্বরে।

►      ব্রিটনি স্পিয়ার্সকে নিয়ে তৈরি নতুন তথ্যচিত্রে দাবি করা হয়েছে তাঁর বাবা জেমি স্পিয়ার্স মেয়ের শোবার ঘরে আড়িপাতা যন্ত্র লাগিয়েছিলেন।

►       ৩৬ লাখ ডলার আয় করে এ বছরের সবচেয়ে ব্যবসাসফল  ছবি এখন ‘শ্যাং-চি অ্যান্ড দ্য লিজেন্ড অব টেন রিংস’।সাতদিনের সেরা