kalerkantho

মঙ্গলবার । ৩ কার্তিক ১৪২৮। ১৯ অক্টোবর ২০২১। ১১ রবিউল আউয়াল ১৪৪৩

সচেতনতার সঙ্গী

রংবেরং ডেস্ক   

২৭ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসচেতনতার সঙ্গী

জলবায়ু পরিবর্তন, কভিড প্রতিষেধক প্রাপ্তির ন্যায্যতা ও খাদ্য ঘাটতি দূর করার মতো জরুরি বিষয়ে সচেতনতা সৃষ্টির জন্য তৈরি হয়েছে বৈশ্বিক উদ্যোগ ‘গ্লোবাল সিটিজেন’। শনিবার প্যারিসে হয়ে গেল এই সংগঠনের একটি সরাসরি কনসার্ট। সেখানে অংশ নেন এলটন জন, বিলি আইলিশ, বিটিএস, লর্ডেসহ প্রথমসারির শিল্পীরা। সহউপস্থাপক হিসেবে সচেতনতার এই উদ্যোগে যুক্ত ছিলেন ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। গ্লোবাল সিটিজেন লাইভ নামের অনুষ্ঠানে শিল্পীদের নাম আগে জানানো হলেও উপস্থাপকদের নাম জানানো হয়নি। সেটা জানা যায় শুক্রবার রাতে, ইনস্টাগ্রামে প্রিয়াঙ্কার দেওয়া একটি পোস্টে, ‘গ্লোবাল সিটিজেন লাইভে অংশ নিতে প্যারিস পৌঁছেছি।’ অনুষ্ঠানে তাঁর সহউপস্থাপক ছিলেন ফরাসি ক্রীড়া সাংবাদিক ডেনি ব্রোগনার। জনগুরুত্বপূর্ণ বিষয়ে সচেতনতা তৈরির উদ্যোগের সঙ্গে যুক্ত হয়ে ভক্তদের বাহবা পাচ্ছেন প্রিয়াঙ্কা। স্বামী নিক জোনাসও প্রশংসা করে প্রিয়াঙ্কার পোস্টের নিচে মন্তব্য করেছেন ‘ওয়াও’ লিখে, সঙ্গে জুড়ে দিয়েছেন হার্ট ইমোজি।

সূত্র : হিন্দুস্তান টাইমসসাতদিনের সেরা