kalerkantho

বুধবার । ৪ কার্তিক ১৪২৮। ২০ অক্টোবর ২০২১। ১২ রবিউল আউয়াল ১৪৪৩

টিভি হাইলাইটস

২৬ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেটিভি হাইলাইটস

‘মেঘে ভেজা রোদ’ নাটকের একটি দৃশ্য

মেঘে ভেজা রোদ

এনটিভিতে রাত ৯টা ৫ মিনিটে প্রচারিত হবে একক নাটক ‘মেঘে ভেজা রোদ’। রচনা ও পরিচালনায় বিপ্লব হায়দার। অভিনয়ে জিয়াউল ফারুক অপূর্ব, তানজিন তিশা, কাজী উজ্জ্বল প্রমুখ।

 

গোলেমালে গোল

সামনের মাসে দুর্গাপূজা, এরপর দীপাবলি, তারপর বড়দিন। বাঙালির কাছে উৎসব মানেই খাওয়া। উৎসবের মৌসুম সামনে রেখে আজ থেকে শুরু হচ্ছে নতুন রান্নার অনুষ্ঠান ‘গোলেমালে গোল’। কমেডি ও রান্নার মিশেলে নতুন এই শোর উপস্থাপক অভিনেতা সৌরভ দাস। শোতে প্রতিযোগী হিসেবে আছেন ছোট ও বড় পর্দার বেশ কয়েকজন চেনা মুখ। দেখা যাবে বিকেল ৩টা ৩০ মিনিটে, স্টার জলসায়।সাতদিনের সেরা