kalerkantho

বৃহস্পতিবার । ১২ কার্তিক ১৪২৮। ২৮ অক্টোবর ২০২১। ২০ রবিউল আউয়াল ১৪৪৩

মঞ্চে পেন্ডুলাম-এ

রংবেরং প্রতিবেদক   

২৫ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেমঞ্চে পেন্ডুলাম-এ

দুই বছর আগে এই সেপ্টেম্বরেই ২৫ বছর পর মঞ্চনাটকে অভিনয়ে ফিরেছিলেন আফজাল হোসেন। কানাডা কালচারাল নেটওয়ার্কের আয়োজনে মাসুম রেজার রচনা ও নির্দেশনায় করেছিলেন নাটক ‘জনৈক অভিজ্ঞ দম্পতি’। বিদেশের মাটিতে নাটকটির দুটি প্রদর্শনীতেই আফজাল হোসেনের সহশিল্পী ছিলেন অপি করিম। তখনই আফজাল হোসেন ঘোষণা দিয়েছিলেন, শিগগিরই ঢাকার মঞ্চে ফিরবেন।

কথা রেখেছেন তিনি। ঢাকা থিয়েটার ও দেশ নাটকের যৌথ প্রযোজনায় ‘পেন্ডুলাম’-এর মাধ্যমে ঢাকার মঞ্চে ফিরছেন নন্দিত এই অভিনেতা। এ নাটকটিও লিখেছেন মাসুম রেজা, নির্দেশনায় রয়েছেন নাসির উদ্দীন ইউসুফ। মাসুম রেজা জানিয়েছেন, নাটকটির মহড়া চলছে এখন। মঞ্চে আফজাল হোসেনের সঙ্গে দেখা যাবে নাজনীন চুমকি ও কামাল আহমেদকে। জানুয়ারির প্রথম সপ্তাহে হবে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন। পর পর চারটি শো হবে তখন।সাতদিনের সেরা