kalerkantho

বৃহস্পতিবার । ১২ কার্তিক ১৪২৮। ২৮ অক্টোবর ২০২১। ২০ রবিউল আউয়াল ১৪৪৩

ঢাকাই ছবির সানিকে পাওয়া যাবে টালিউডে

রংবেরং ডেস্ক   

২৫ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেঢাকাই ছবির সানিকে পাওয়া যাবে টালিউডে

সানি লিওন

সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে ২০১৮ সালে নজিরবিহীন এক আন্দোলনে নামে স্কুল শিক্ষার্থীরা। সেই আন্দোলনে উদ্বুদ্ধ হয়ে পরের বছরই ‘বিক্ষোভ’ নামে চলচ্চিত্র নির্মাণে নেমে পড়েন শামীম আহমেদ রনী। মূল চরিত্রে বাংলাদেশের শান্ত খান ও পশ্চিমবঙ্গের শ্রাবন্তী চ্যাটার্জি। মুম্বাইয়ে এই ছবির আইটেম গানে শান্তর সঙ্গে শুটিংয়ে অংশ নিয়েছিলেন বলিউডের সানি লিওন ও রাহুল দেব। ‘বেবি ডল বেবি ডল’ শিরোনামের আইটেম গানটিতে সানি লিওন ঠোঁট মিলিয়েছিলেন বাংলাদেশের সোমনুর মনির কোনালের কণ্ঠে। এই ছবি দিয়েই ঢালিউডে অভিষিক্ত হওয়ার কথা ছিল সানির। কিন্তু তা আর হচ্ছে না। গত সপ্তাহে সেন্সর ছাড়পত্র পেয়েছে ‘বিক্ষোভ’। সেন্সর বোর্ডের সদস্যরা ছবিতে সানি অভিনীত গানটি দেখতে পাননি। কারণ, প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া গানটি জমাই দেয়নি। আইনানুযায়ী বাংলাদেশ সরকারের পূর্বানুমতি ছাড়া চলচ্চিত্রে বিদেশি শিল্পীরা কাজ করতে পারেন না। সে কারণেই সানি অভিনীত গানটি রাখা যায়নি।

গানটির শুটিংয়ে সানি

 

পরিচালক শামীম আহমেদ রনী বলেন, ‘সানির ডেট পেয়েই তাড়াহুড়ো করে মুম্বাইয়ে শুটিংটা সেরে ফেলি আমরা। ভেবেছিলাম বাংলাদেশে ফিরে অনুমতি নিতে পারব, কিন্তু সেটা আর সম্ভব হয়নি। কী আর করা! সানির গানটি কেটেই সেন্সরে ছবিটি জমা দিতে হলো।’

শামীম আহমেদ রনী টালিউডেরও নিবন্ধিত পরিচালক। প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া ইন্টারন্যাশনালের শাখাও আছে ভারতে। পশ্চিমবঙ্গের ছবিতে অনায়াসে গানটি রাখতে পারবেন তাঁরা। রনি বলেন, ‘অঙ্কুশ হাজরাকে নায়ক করে টালিউডের একটি ছবির কাজ হাতে আছে। সিদ্ধান্ত নিয়েছি, নাম ঠিক না হওয়া এই ছবিতেই সানি লিওন অভিনীত গানটি রাখব।’সাতদিনের সেরা