kalerkantho

বৃহস্পতিবার । ১২ কার্তিক ১৪২৮। ২৮ অক্টোবর ২০২১। ২০ রবিউল আউয়াল ১৪৪৩

আরো খবর

২৪ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটে►      ব্যোমকেশের পর ফেলুদা বানাচ্ছেন অরিন্দম শীল। জিফাইভ-এর জন্য ফেলুদা সিরিজ তৈরি করেবেন তিনি। সিরিজে ফেলুদা ও তোপসের ভূমিকায় দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায় ও ঋতব্রত মুখার্জিকে।

►      বড় বাজেটের চারটি ছবি যৌথভাবে প্রযোজনা করছে ধর্মা প্রডাকশন ও ভায়াকম ১৮। ছবিগুলোতে দেখা যাবে ধর্মেন্দ্র, জয়া বচ্চন, অনিল কাপুর, দীপিকা পাড়ুকোন, রণবীর সিং, আলিয়া ভাট, বরুণ ধাওয়ান, কিয়ারা আদভানি প্রমুখ তারকাদের। ভায়াকমের সঙ্গে চুক্তি করলেও নেটফ্লিক্সের সঙ্গে চুক্তি নবায়ন করেননি ধর্মা।

►      এ মাসে মুক্তি পাওয়া হরর কমেডি ছবি ‘ভূত পুলিশ’-এর সিক্যুয়াল আসবে, নিশ্চিত করেছেন ছবির অভিনেতা সাইফ আলী খান।

►      ভিকি কৌশল, কিয়ারা আদভানি ও ভূমি পেদনেকরের ‘মিস্টার লেলে’ ছবিতে বিশেষ ডান্স নাম্বারে দেখা যাবে রণবির কাপুরকে।

►      কোনো নারীকে জেমস বন্ড হিসেবে দেখতে চান না ড্যানিয়েল ক্রেগ। তিনি মনে করেন নারীদের জন্য বন্ডের মতো আলাদা চরিত্র তৈরি হতে পারে।

►      জনপ্রিয় শো ‘স্যাটারডে নাইট লাইভ’-এর পরের সিজনে উপস্থাপক হিসেবে দেখা যাবে ওয়েন উইলসন, কিম কার্দাশিয়ান, জেসন সুডেকিস, রামি মালিককে।

►      অভিনেতা, পরিচালক, লেখক মেলভিন ভ্যান পিবলস ৮৯ বছর বয়সে মারা গেছেন।সাতদিনের সেরা