kalerkantho

সোমবার । ৯ কার্তিক ১৪২৮। ২৫ অক্টোবর ২০২১। ১৭ রবিউল আউয়াল ১৪৪৩

কাস্টিং ডিরেক্টর থেকে অভিনয়ে

রংবেরং ডেস্ক   

১৯ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেকাস্টিং ডিরেক্টর থেকে অভিনয়ে

ভূমি পেদনেকর

২০১৫ সালে ‘দম লাগাকে হেইসা’ দিয়ে অভিষেক হয় ভূমি পেদনেকরের। প্রথম ছবিতেই এমন দারুণ পারফর্ম করেন যে ফিল্মফেয়ার জিতে নেন। তবে অনেকেই জানেন না, অভিনেত্রী তো বটেই এই ছবির কাস্টিংয়ের সঙ্গেও যুক্ত ছিলেন ভূমি পেদনেকর। তখন ভূমি কাজ করতেন যশরাজ ফিল্মসের কাস্টিং ডিরেক্টর শানু শর্মার সহকারী হিসেবে। অডিশনের সঙ্গে যুক্ত থেকে নিজেই সে ছবিতে অভিনয় করা সাংঘর্ষিক কি না সম্প্রতি এক সাক্ষাৎকারে ভূমির কাছে জানতে চাওয়া হয়। উত্তরে তিনি বলেন, ‘অদ্ভুত একটা ঘটনা। অন্যদের অডিশন নেওয়ার সঙ্গে সঙ্গে আমি নিজেও একই ছবির জন্য অডিশন দিচ্ছিলাম। আমারও মনে হয়েছে, এটা অন্যদের প্রতি খানিকটা অবিচার হয়ে যাচ্ছে কি না। তখন শানুকে বলেওছিলাম, হয়তো অবচেতন মনেই অন্যদের প্রতি নিরপেক্ষ থাকতে পারব না। তবে পরে এ নিয়ে কোনো সংশয় ছিল না। কারণ চরিত্রটির জন্য ২০০-২৫০ জন মেয়ে অডিশন দিয়েছিল। সবার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেই আমাকে সুযোগ করে নিতে হয়েছে।’

কেবল ‘দম লাগাকে হেইসা’ নয় সহকারী কাস্টিং ডিরেক্টর হিসেবে যত ছবিতে কাজ করেছেন এক শ ভাগ সততা নিয়েই কাজ করেছেন বলে মনে করেন ভূমি, ‘আমি নিবেদিতপ্রাণ এক কর্মী ছিলাম, খুবই নিষ্ঠার সঙ্গে কাজ করেছি। এটা ভীষণ গর্ব নিয়েই বলছি।’

 

সূত্র : ফিল্মফেয়ারসাতদিনের সেরা