kalerkantho

মঙ্গলবার । ৩ কার্তিক ১৪২৮। ১৯ অক্টোবর ২০২১। ১১ রবিউল আউয়াল ১৪৪৩

প্রযোজক জিৎ নায়ক প্রসেনজিৎ

রংবেরং ডেস্ক   

১৯ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেপ্রযোজক জিৎ নায়ক প্রসেনজিৎ

কথাবার্তা গেল বছরই হয়েছিল, কিন্তু মহামারির কারণে ঘোষণা হয়নি। অবশেষে এলো আনুষ্ঠানিক ঘোষণা। প্রথমবারের মতো জিতের প্রযোজনায় অভিনয় করবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ‘আয় খুকু আয়’ নামের ছবিটি বাবা ও মেয়ের গল্প নিয়ে। বাবার চরিত্রেই অভিনয় করবেন প্রসেনজিৎ, মেয়ের চরিত্রে দেখা যাবে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী দিতিপ্রিয়া রায়কে। জানা গেছে, ছবিতে দ্বৈত চরিত্রে দেখা যাবে প্রসেনজিেক। তবে তাঁর অন্য অবতার সম্পর্কে জানা যায়নি। জিৎ কেবল প্রযোজকের ভূমিকাতেই থাকবেন নাকি অতিথি চরিত্রে দেখা যাবে সেটা প্রকাশ করা হয়নি। প্রসেনজিেক নায়ক করে ছবি প্রযোজনা করা প্রসঙ্গে জিৎ ‘আনন্দবাজার পত্রিকা’কে বলেন, ‘বুম্বাদার সঙ্গে কাজ করতে গিয়ে নতুন কিছু শিখতে পারব ভেবে আনন্দ হচ্ছে।’ জিতের প্রযোজনায় কাজের সুযোগ পেয়ে খুশি প্রসেনজিৎও, ‘জিৎ এই ছবির প্রযোজক শুনে উত্তেজিত লাগছে। আমার ভক্তরা তো দেখবেই, সঙ্গে জিতের অর্ধেক ভক্তও যদি আসে তাহলেই এই ছবি সুপারহিট। বাবা এবং মেয়ের গল্প। অনুভূতি এবং নাটকীয়তার খুব সুন্দর মেলবন্ধন হবে এই ছবিতে। এই কঠিন সময়ে দর্শকদের এ রকম একটি হালকা চালের ছবি উপহার দেওয়া খুব দরকার।’ নভেম্বর-ডিসেম্বর কলকাতা ও পুরুলিয়ায় হবে ‘আয় খুকু আয়’-এর শুটিং।সাতদিনের সেরা