kalerkantho

সোমবার । ৯ কার্তিক ১৪২৮। ২৫ অক্টোবর ২০২১। ১৭ রবিউল আউয়াল ১৪৪৩

খুল্লাম খুল্লা প্রেম

রংবেরং ডেস্ক   

১৮ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেখুল্লাম খুল্লা প্রেম

২০০২ থেকে ২০০৪ সাল—তুমুল প্রেম ছিল জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেকের। প্রায় দুই দশক পর ফের সম্পর্কে জড়িয়েছেন এই তারকা দম্পতি। এবার অবশ্য নিজেদের সম্পর্ক নিয়ে রাখঢাক করছেন না। গেল সপ্তাহে ভেনিস চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় হাজির হয়েছেন একে অপরের হাতে হাত রেখে। এর দিন দুই পরেই তাঁদের দেখা যায় মেট গালায়, যেখানে চুম্বনরত অবস্থায় ক্যামেরাবন্দি হন তাঁরা। দুই তারকার এক ঘনিষ্ঠজন ‘ইউএস উইকলি’কে জানিয়েছেন, এবার সিরিয়াসলি বিয়ের কথা ভাবছেন তাঁরা। ‘ওরা দুজনেই এখন পরিণত। সম্পর্ক নিয়ে অতীতের তিক্ত অভিজ্ঞতা ভুলে সামনে তাকাতে চায়। দ্রুতই বাগদানের ঘোষণা আসবে, বিয়ে হতে পারে কয়েক মাসের মধ্যেই,’ জানান নাম প্রকাশে অনিচ্ছুক সেই সূত্র। বেন অ্যাফ্লেক ও জেনিফার লোপেজের অবশ্য সামনের কয়েক মাস ভীষণ ব্যস্ত কাটবে। নতুন ছবির শুটিংয়ে অংশ নিতে অ্যাফ্লেক রওনা হয়েছেন টেক্সাসে। সেখানে থাকার জন্য বাসাভাড়াও করেছেন। নতুন বাড়িতে তাঁর সঙ্গী হচ্ছেন লোপেজও।সাতদিনের সেরা