kalerkantho

সোমবার । ৯ কার্তিক ১৪২৮। ২৫ অক্টোবর ২০২১। ১৭ রবিউল আউয়াল ১৪৪৩

আরো খবর

১৭ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে♦    ইফতেখার চৌধুরীর ‘মুক্তি’ ছবির আবহ সংগীত করবেন হলিউডের কিথ লে। তত্ত্বাবধানে থাকবেন ইমন সাহা। ‘মুক্তি’ ছবির নাম ভূমিকায় অভিনয় করেছেন রাজ রিপা।

♦    সানী সানোয়ারের ‘মিশন এক্সট্রিম’ মুক্তি পাবে ৩ ডিসেম্বর। গত ঈদে ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল।

♦    নেটফ্লিক্সের জন্য স্পাই থ্রিলার ‘খুফিয়া’ নির্মাণ করবেন বিশাল ভরদ্বাজ। অমর ভূষণের ‘এস্কেপ টু নো হয়ার’ উপন্যাস অবলম্বনে নির্মাণের অপেক্ষায় থাকা ছবিটিতে দেখা যাবে টাবু, আলী ফজলকে। সম্প্রতি এই ছবির প্রস্তাব পেয়েও বাংলাদেশকে বিতর্কিতভাবে উপস্থাপনের আশঙ্কায় ফিরিয়ে দেওয়ার কথা জানিয়েছেন বিদ্যা সিনহা মিম ও মেহজাবীন চৌধুরী। তবে ছবিতে শেষ পর্যন্ত কোনো বাংলাদেশি অভিনেত্রী যুক্ত হয়েছেন কি না জানা যায়নি।

♦    আয়কর ফাঁকির অভিযোগে সনু সুদের বাড়ি ও অফিসে তল্লাশি চালিয়েছে ভারতের আয়কর বিভাগ। 

♦    করোনার টিকা নিয়ে হোয়াইট হাউসের একটি সচেতনতামূলক অনুষ্ঠানে যুক্ত হবেন র‌্যাপার নিকি মিনাজ।

♦    ওয়েস্টার্ন ছবি ‘ক্রাই মাচো’ দিয়ে ৯১ বছর বয়সে অভিনয়ে ফিরছেন ক্লিন্ট ইস্টউড।সাতদিনের সেরা