kalerkantho

সোমবার । ৯ কার্তিক ১৪২৮। ২৫ অক্টোবর ২০২১। ১৭ রবিউল আউয়াল ১৪৪৩

আরো খবর

১৬ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটে►   দীপংকর দীপনের ‘অপারেশন সুন্দরবন’ মুক্তি পাবে ২০২২ সালের জানুয়ারিতে। গেল কোরবানির ঈদে মুক্তির কথা থাকলেও করোনার কারণে সেটা সম্ভব হয়নি।

►   একটি অনুষ্ঠানে পারফরম করতে দুবাই যাবেন ববি হক। একই অনুষ্ঠানে থাকবেন পূর্ণিমা, ফেরদৌস, নিরবসহ অনেকে। 

►    ২০ সেপ্টেম্বর আদালতে হাজির না হলে কঙ্গনা রানাওয়াতের বিরুদ্ধে অজামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে, জানিয়েছেন জাভেদ আখতারের আইনজীবী।

►    এরস নাউ-এর সঙ্গে যৌথভাবে ওয়েব সিরিজ প্রযোজনা করবেন রণবির কাপুর।

►    শুধু দীপিকা পাড়ুকোন নন, রোহিত শেঠির ‘সার্কাস’-এ অতিথি চরিত্রে দেখা যাবে অজয় দেবগনকেও।

►    বিয়ার গ্রিলসের ‘ইনটু দ্য ওয়াইল্ড’-এ হাজির হবেন ভিকি কৌশল।

►    ইনস্টাগ্রামে সাবেক স্ত্রী কিম কার্দাশিয়ানকে আনফলো করেছেন কেনি ওয়েস্ট।

►    জনপ্রিয় কমেডিয়ান নর্ম ম্যাকডোনাল্ড ৬১ বছর বয়সে মারা গেছেন। দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন তিনি।

►   আণবিক বোমার জনক বলে পরিচিত জে রবার্ট ওপেনহাইমারকে নিয়ে পরের ছবি বানাচ্ছেন ক্রিস্টোফার নোলান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে ছবিটি ইউনিভার্সাল স্টুডিও থেকে নির্মাণ করবেন পরিচালক। তাঁর  ‘ডানকার্ক’ও ছিল যুদ্ধের পটভূমিতে।

►    সিলভেস্টার স্ট্যালনের ছবিতে ব্যবহৃত কস্টিউম, চিত্রনাট্য, নোটবইসহ স্মৃতিবিজড়িত নানা সামগ্রী নিলামে উঠছে। আয়োজকরা আশা করছেন ডিসেম্বরের নিলামে এসব সামগ্রীর দাম দেড় মিলিয়ন ডলার পর্যন্ত উঠবে।সাতদিনের সেরা