kalerkantho

সোমবার । ৯ কার্তিক ১৪২৮। ২৫ অক্টোবর ২০২১। ১৭ রবিউল আউয়াল ১৪৪৩

শাবনূরের চ্যানেল

রংবেরং প্রতিবেদক   

১৬ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেশাবনূরের চ্যানেল

শুরুতে ছিলেন না সামাজিক যোগাযোগ মাধ্যমে। দুই বছর আগে খুলেছেন ফেসবুক অ্যাকাউন্ট। এরপর ইনস্টাগ্রাম, টুইটার—এখন কোথায় নেই শাবনূর! নিজের নামে ইউটিউব চ্যানেলও চালু করেছেন সম্প্রতি। ১৪ সেপ্টেম্বর চালু হওয়া চ্যানেলটিতে শাবনূর প্রথম ভিডিও প্রকাশ করে বলেছেন, ‘বন্ধুরা, তোমাদের সাথে থাকতে চাই, তোমাদের পাশে থাকতে চাই এবং তোমাদের ভালোবাসা পেতে চাই।’ অস্ট্রেলিয়া থেকে শাবনূর মুঠোফোনে বলেন, ‘সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতেই চ্যানেলটি করেছি। অনেকেই জানতে চান আমি কী করছি, সময় কিভাবে কাটছে, সামনে সিনেমা করব কি না! এসব প্রশ্নের উত্তর পাবেন চ্যানেলটিতে। আমার দৈনন্দিন কাজ, চলচ্চিত্র নিয়ে চিন্তা-ভাবনা, ভবিষ্যৎ পরিকল্পনা—সবই প্রকাশ করব। ইচ্ছা আছে অন্য তারকাদেরও হাজির করব আমার চ্যানেলে।’সাতদিনের সেরা