kalerkantho

বুধবার । ৭ আশ্বিন ১৪২৮। ২২ সেপ্টেম্বর ২০২১। ১৪ সফর ১৪৪৩

আরো খবর

১৫ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে♦    রণবির কাপুর-দীপিকা পাড়ুকোন নন, সঞ্জয়লীলা বানসালির ‘বৈজু বাওরা’তে জুটি হবেন রণবীর সিং ও আলিয়া ভাট।

♦    মহারাষ্ট্রের আলীবাড়ে বিলাসবহুল বাংলো কিনেছেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন।

♦    রজনীকান্ত, অক্ষয় কুমারের পর বিয়ার গ্রিলসের ‘ইনটু দ্য ওয়াইল্ড’-এবার দেখা যাবে অজয় দেবগণকে।

♦    ওয়েব সিরিজে অভিষেক হচ্ছে বরুণ ধাওয়ানের। অ্যামাজন প্রাইমের বহুল আলোচিত সিরিজ ‘চিটাডেল’-এ দেখা যাবে তাঁকে। সিরিজে আগে থেকেই আছেন প্রিয়াঙ্কা চোপড়া।

♦    মহামারির প্রভাব কাটিয়ে জমজমাট মেট গালা। সোমবার নিউ ইয়র্কে অনুষ্ঠিত এবারের মেট গালায় ছিলেন বেন অ্যাফ্লেক, জেনিফার লোপেজ, রিহানা, ক্রিস্টেন স্টুয়ার্ট, কামিলা কাবেলো, শন মেন্ডেস, বিলি আইলিশসহ সিনেমা, চলচ্চিত্র ও ছোট পর্দার জনপ্রিয় তারকারা। নিউ ইয়র্কের আর্টস কস্টিউম ইনস্টিটিউট মেট্রোপলিটন মিউজিয়ামের জন্য বার্ষিক তহবিল সংগ্রহের উৎসব হলো মেট গালা।সাতদিনের সেরা