kalerkantho

মঙ্গলবার । ৬ আশ্বিন ১৪২৮। ২১ সেপ্টেম্বর ২০২১। ১৩ সফর ১৪৪৩

প্রণোদনা দাবি করে প্রদর্শনী বাতিল

রংবেরং প্রতিবেদক   

১৫ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে১৭ সেপ্টেম্বর নাটক প্রদর্শনীর জন্য দুটি হল বরাদ্দ নিয়েছিল দেশের শীর্ষ দুই নাট্যদল ঢাকা থিয়েটার ও আরণ্যক। তবে নির্ধারিত দিনে দল দুটি নাটক প্রদর্শনী না করার সিদ্ধান্ত নিয়েছে। আগে থেকেই এক বছরের মিলনায়তন ভাড়া মওকুফ ও বিশেষ প্রণোদনার দাবি জানিয়ে আসছেন নাট্য সংশ্লিষ্টরা। অথচ এখনো পর্যন্ত সরকার পক্ষ থেকে সাড়া মেলেনি, তাই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান নাট্য ব্যক্তিত্ব ও আরণ্যকের প্রধান সম্পাদক মামুনুর রশীদ। তিনি বলেন, ‘শর্ত সাপেক্ষে নাট্য প্রদর্শনী বাতিল করেছি। আমাদের চাওয়া আগামী এক বছর শিল্পকলার সব মিলনায়তনের ভাড়া সাংস্কৃতিক সংগঠনের জন্য মওকুফ করতে হবে। পাশাপাশি সকল সংগঠনকে বিশেষ প্রণোদনাও দিতে হবে।’

ঢাকা থিয়েটারের প্রধান ও নাট্য ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু বলেন, ‘মহামারি করোনার কারণে দেশের প্রায় সব সাংস্কৃতিক সংগঠনই আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে। সরকারকে সংস্কৃতিকর্মীদের পাশে দাঁড়ানোর অনুরোধ করছি।’সাতদিনের সেরা