kalerkantho

বুধবার । ৭ আশ্বিন ১৪২৮। ২২ সেপ্টেম্বর ২০২১। ১৪ সফর ১৪৪৩

মা হচ্ছেন শখ

রংবেরং প্রতিবেদক   

১৫ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেমা হচ্ছেন শখ

গত বছর ১২ মে পারিবারিক আয়োজনে গাজীপুর জেলার কালিয়াকৈর থানার বলিয়াদি গ্রামে বিয়ে হয় মডেল-অভিনেত্রী আনিকা কবির শখের। স্বামী রহমান জনও একসময় মডেলিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন। তবে বিয়ের পর দুজনই মিডিয়া ছেড়ে পুরোপুরি সংসারী হন। এমনকি বিয়ের খবরটাও শুরুতে মিডিয়াকে জানতে দেননি তাঁরা। তবে এবার আর গোপন না রেখে শখ নিজেই জানালেন তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার খবর, ‘নতুন আগামীর অপেক্ষায় আছি। এখন সারাক্ষণ আমার ভেতরের আরেকজনকে নিয়ে ভাবতে ভাবতেই সময় চলে যায়। পরীক্ষা-নিরীক্ষার পর আমি এবং অনাগত সন্তান—দুজনই ভালো আছি বলে জানিয়েছেন চিকিৎসক। তার পরও সারাক্ষণ পরামর্শ নিচ্ছি। আগামী বছরের শুরুতে নতুন অতিথির আগমন ঘটবে। সবাই দোয়া করবেন।’সাতদিনের সেরা