kalerkantho

বৃহস্পতিবার । ৮ আশ্বিন ১৪২৮। ২৩ সেপ্টেম্বর ২০২১। ১৫ সফর ১৪৪৩

মিথিলার প্রথম ঝলক

রংবেরং প্রতিবেদক   

৬ আগস্ট, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেমিথিলার প্রথম ঝলক

প্রথমবার কলকাতার ছবিতে অভিনয় করেছেন রাফিয়াথ রশিদ মিথিলা। উইলিয়াম শেকসপিয়ারের ‘ম্যাকবেথ’ অবলম্বনে নির্মিত ছবিটির নাম ‘মায়া’। পরিচালনা করেছেন রাজর্ষী দে। এর মধ্যে প্রকাশ পেয়েছে মিথিলার প্রথম লুক। দেখা মিলেছে ‘মায়া’রূপে মিথিলাকেও। ১২ জুলাই ছবিটির শুটিং শুরু হয়, শেষ হয়েছে ২৮ জুলাই। মিথিলা বলেন, ‘১৯৮৯ সালের কলকাতা শহর থেকে এই গল্পের শুরু। ধর্ষিত হওয়ার পর একজন সংখ্যালঘু নারী কিভাবে ঘুরে দাঁড়ায় সেটিই উঠে এসেছে ছবিতে। টলিউড ক্যারিয়ারের শুরুতে এমন একটি ছবিতে সুযোগ পাওয়া ভাগ্যের ব্যাপার। আমি খুব বেছে বেছে কাজ করি। এই গল্প শোনার পর মনে হয়েছে কাজটি করা উচিত।’

‘মায়া’তে আরো অভিনয় করেছেন গৌরব, রাহুল, তনুশ্রী, কমলেশ্বর মুখোপাধ্যায়সহ অনেকে।সাতদিনের সেরা