kalerkantho

মঙ্গলবার । ৬ আশ্বিন ১৪২৮। ২১ সেপ্টেম্বর ২০২১। ১৩ সফর ১৪৪৩

আরো খবর

৪ আগস্ট, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেআরো খবর

শাওনের সঙ্গে নিষাদ

♦ পাঁচ বছর আগে ২০১৬ সালের ৩ আগস্ট মহরত হয়েছিল মুস্তাফিজুর রহমান মানিকের ‘এতো প্রেম এতো মায়া’র। সাইমন সাদিক ও পিয়া বিপাশা অভিনীত ছবিটির ৯০ ভাগ শুটিংও হয়েছিল। তবে প্রযোজনা প্রতিষ্ঠান ‘স্বপ্নচূড়া’ হঠাৎ ছবিটির শুটিং বন্ধ করে দেয়। দীর্ঘ পাঁচ বছর পর আবার প্রতিষ্ঠানটির কর্ণধার শাহ আলম শুটিং শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন। ছবিতে আরো দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শাবনূর ও ফেরদৌস।

♦ ‘মাইলস’ ব্যান্ডের ভোকাল শাফিন আহমেদ তাঁর গাওয়া ১০০ গান প্রকাশের সিদ্ধান্ত নিয়েছেন ইউটিউবে। এর মধ্যে নিজের নামে খুলেছেন চ্যানেল। সেখানেই গানগুলো প্রকাশ করছেন।

♦ প্রথমবারের মতো ওয়েব সিরিজ পরিচালনা করতে যাচ্ছেন বড় পর্দার জনপ্রিয় পরিচালক মনতাজুর রহমান আকবর। ‘জ্যোত্স্না’ নামের সিরিজটি প্রযোজনা করছে অভিনেতা ডিপজলের প্রযোজনা প্রতিষ্ঠান অমিবনি কথাচিত্র।

♦ মেহের আফরোজ শাওনের পর তাঁর ছেলে নিষাদেরও করোনা পজিটিভ ধরা পড়েছে।

♦ ‘রুহি’র পর ফের এক ছবিতে রাজকুমার রাও ও জাহ্নবী কাপুর। শরণ শর্মার নাম ঠিক না হওয়া স্পোর্টস ড্রামায় দেখা যাবে তাঁকে।

♦ ব্যাপক প্রশংসিত মালয়ালাম থ্রিলার ‘নয়াট্টুর’ হিন্দি রিমেক স্বত্ব কিনেছেন জন আব্রাহাম, তেলেগু কিনেছেন আল্লু অর্জুন।

♦ আলী জাফর আব্বাসের  ‘সুপার সোলজার’-এ প্রধান চরিত্রে দেখা যাবে শহিদ কাপুরকে।

♦ রাজকুমার হিরানির পরের ছবি যৌথভাবে প্রযোজনা করবেন শাহরুখ খান। অনেক দিন ধরেই গুজব, পরিচালকের ছবিতে অভিনয় করতে যাচ্ছেন শাহরুখ।

♦ নীরবতা ভেঙে শিল্পা শেঠির পাশে দাঁড়িয়েছেন ফারাহ খান, জ্যাকলিন ফার্নান্দেজসহ বলিউড সহকর্মীরা।

♦ ‘ভুল ভুলাইয়া ২’-এর পর ফের কার্তিক আরিয়ারের সঙ্গে কিয়ারা আদভানি। সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত নতুন ছবিতে ফের জুটি হবেন তাঁরা।

♦ ‘লর্ড অব দ্য রিংস’ টিভি সিরিজ অ্যামাজন প্রাইমে দেখা যাবে ২০২২ সালের সেপ্টেম্বরে।

♦ নিজের প্রযোজনা সংস্থা ‘হ্যালো সানশাইন’ বিক্রি করে দিয়েছেন রিজ উইদারস্পুন।সাতদিনের সেরা