kalerkantho

রবিবার । ১১ আশ্বিন ১৪২৮। ২৬ সেপ্টেম্বর ২০২১। ১৮ সফর ১৪৪৩

টিকায় উৎসাহ

রংবেরং ডেস্ক   

৩ আগস্ট, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেটিকায় উৎসাহ

শ্যারন স্টোন, আরিয়ানা গ্রান্দে

এর আগে নিজের কনসার্টে করোনা প্রতিষেধক নিতে ভক্তদের উৎসাহিত করেছেন আরিয়ানা গ্রান্দে। গায়িকার একটি কনসার্টে ছিল টিকা দেওয়ার ব্যবস্থাও। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাইকে টিকা নেওয়ার কথা মনে করিয়ে দিলেন ২৮ বছর বয়সী গায়িকা। ‘যারা কভিড প্রতিষেধক নেওয়ার উপযুক্ত দ্রুত নিয়ে নিন। মহামারি কিন্তু শেষ হয়নি। ডেল্টা ধরন খুবই শক্তিশালী এবং এটা দ্রুত নিজেকে পাল্টাচ্ছে। তাই নিজেকে ও অন্যকে সুরক্ষিত রাখতে টিকা নিতে হবে আর মাস্ক পরতে হবে। টিকা আপনাকে অসুস্থ হওয়া, হাসপাতালে ভর্তি হওয়া এমনকি মৃত্যু থেকেও বাঁচাতে পারে।’

টিকা নিতে উৎসাহ দিয়েছেন অভিনেত্রী শ্যারন স্টোনও। তবে এটা করতে গিয়ে তিনি পড়েছেন এক বিপদের মুখে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ৬৩ বছর বয়সী অভিনেত্রী দাবি করেন, শুটিং সেটের সবাইকে টিকার আওতায় আনার কথা বলার পর তিনি বাদ পড়ার হুমকি পেয়েছেন! ‘আমি জিজ্ঞেস করেছিলাম সেটের সবাইকে টিকা দেওয়া হয়েছে কি না। এর পরই ছাঁটাই হওয়ার হুমকি পেলাম। এটা অবিশ্বাস্য...এমন জায়গায় আমাদের কাজ করতে বলা হচ্ছে, যেটা আসলে নিরাপদ নয়।’ হুমকি পাওয়ার দাবি করলেও সেটা কার পক্ষ থেকে এসেছে, তা অবশ্য ভিডিও বার্তায় খোলাসা করেননি শ্যারন।

সূত্র : পিপলডটকমসাতদিনের সেরা