kalerkantho

সোমবার  । ১২ আশ্বিন ১৪২৮। ২৭ সেপ্টেম্বর ২০২১। ১৯ সফর ১৪৪৩

আরো খবর

২ আগস্ট, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেআরো খবর

আদিত্য ও উদিত নারায়ণ

♦ ৮ আগস্ট নির্মাতা কামার আহমাদ সাইমনের জন্মদিন। এই দিনেই ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে তাঁর নতুন ছবি ‘নীল মুকুট’।

♦ বিয়ে করেছেন উপস্থাপক আনজাম মাসুদ। ফেসবুকে স্ত্রীর সঙ্গে তোলা বিয়ের ছবি দিয়েছেন। তবে বিয়ে ও স্ত্রী সম্পর্কে সংবাদমাধ্যমে কিছুই জানাতে চান না তিনি। সবার কাছে দোয়া চেয়েছেন আনজাম।

♦ সনি টিভির শো ‘সুপার ডান্সার’-এ শিল্পা শেঠির জায়গায় বিচারক হতে রাবিনা ট্যান্ডনকে প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে অভিনেত্রী তা নাচক করে দিয়েছেন। জানা গেছে, এই শোতে অংশ না নেওয়ায় প্রায় দুই কোটি রুপির আর্থিক ক্ষতির মুখে পড়েছেন শিল্পা।

♦ ‘ইন্ডিয়ান আইডল’-এর ১২তম সিজনের ফাইনালে পারফরম করবেন পিতা-পুত্র উদিত ও আদিত্য নারায়ণ।

♦ স্কারলেট জোহানসনের পর এবার প্রযোজকদের বিরুদ্ধে মামলা করেছেন জেরার্ড বাটলার। অভিনেতার দাবি ‘অলিম্পাস হ্যাজ ফলেন’-এ অন্তত এক কোটি ডলার পারিশ্রমিক বঞ্চিত করা হয়েছে তাঁকে। জানা গেছে, ‘ক্রুয়েলা’ ছবির জন্য এমা স্টোনও ডিজনি প্লাসের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন।