kalerkantho

সোমবার  । ১২ আশ্বিন ১৪২৮। ২৭ সেপ্টেম্বর ২০২১। ১৯ সফর ১৪৪৩

ক্যাটও অ্যাকশনে

রংবেরং ডেস্ক   

২ আগস্ট, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেক্যাটও অ্যাকশনে

ক্যাটরিনা কাইফ

গেল সপ্তাহেই খবর হয়েছিল, ‘পাঠান’ ও ‘ধাকড়’-এ অ্যাকশন অবতারে দেখা যাবে দীপিকা পাড়ুকোন ও কঙ্গনা রানাওয়াতকে। এবার জানা গেল ‘টাইগার ৩’-তে ক্যাটরিনা কাইফকেও দেখা যাবে একই রূপে। আগে ‘টাইগার’ সিরিজের দুই কিস্তি, ‘ফ্যান্টম’-এ অ্যাকশন দৃশ্যে ক্যাটরিনাকে দেখা যায়। তবে এবারের অ্যাকশন হতে যাচ্ছে অভিনেত্রীর ক্যারিয়ারসেরা। ছবির সঙ্গে যুক্ত একটি সূত্র ‘বলিউড হাঙ্গামা’কে জানিয়েছে, ছবির দীর্ঘ একটি অ্যাকশন দৃশ্যে পারফরম করবেন ক্যাট। এ ধরনের দৃশ্যে গেল দুই দশকের ক্যারিয়ারে দেখা যায়নি অভিনেত্রীকে। এই ছবির সব স্টান্টও ক্যাট নিজেই করবেন বলেও জানায় সূত্রটি। ‘টাইগার ৩’-এর প্রস্তুতি কিছুটা বিঘ্নিত করেছে কভিড। করোনা থেকে সেরে উঠলেও দীর্ঘদিন দুর্বলতায় ভুগেছেন ক্যাটরিনা। এ জন্য ঠিকমতো প্রস্তুতি নিতে পারেননি। তবে সেসব কাটিয়ে গেল সপ্তাহেই ছবির শুটিং শুরু করেছেন ক্যাট। শিগগিরই ছবির বাকি অংশ শুটিংয়ের জন্য সালমান খানের সঙ্গে ইউরোপ যাওয়ার কথা অভিনেত্রীর।

ছবিতে বরাবরের মতোই পাকিস্তানি গোয়েন্দা সংস্থা ‘আইএসআই’ এজেন্ট যোয়া চরিত্রে অভিনয় করেছেন ক্যাট।