kalerkantho

রবিবার । ১১ আশ্বিন ১৪২৮। ২৬ সেপ্টেম্বর ২০২১। ১৮ সফর ১৪৪৩

পজিটিভ নেগেটিভ

রংবেরং প্রতিবেদক   

১ আগস্ট, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপজিটিভ নেগেটিভ

ভ্যাকসিন নেওয়ার চার দিন পরেই করোনা পজিটিভ হলেন মোস্তফা সরয়ার ফারুকী। গতকাল ফেসবুকে নিজেই খবরটি জানিয়ে ‘ডুব’ নির্মাতা লেখেন, ‘স্বাস্থ্যবিধিসহ সব কিছুই কঠোরভাবে মেনে আসছিলাম, এর পরও করোনা হলো। সবাই আমার জন্য দোয়া করবেন।’ অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাও ফারুকীর সঙ্গে নমুনা পরীক্ষা করিয়েছেন, তবে তিনি নেগেটিভ ফল পেয়েছেন। ২৬ জুলাই টিকা নেওয়ার পর এক ফেসবুক পোস্টে ফারুকী লিখেছিলেন, “টিকা নেওয়া মানেই আপনি নিরাপদ তা না। ডাবল ডোজ টিকা নিয়ে মাসের পর মাস পার করার পরও আমার পরিচিত অনেকেই গত কয়েক দিনে করোনা পজিটিভ! সো স্বাস্থ্যবিধি মেনে চলেন, ঘরে থাকেন। আর অবসরে ‘লেডিস অ্যান্ড জেন্টলমেন’ দেখেন।” নিজের সদ্য মুক্তি পাওয়া ওয়েব সিরিজ দেখার আহ্বান জানানোর ফাঁকে করোনা ও টিকা নিয়ে যে আশঙ্কার কথা বলেছিলেন, সেটাই হলো ফারুকীর ক্ষেত্রে। আশার কথা হচ্ছে তাঁর জীবনসঙ্গী অভিনেত্রী তিশা জানালেন, পজিটিভ ফল পেলেও ফারুকীর শারীরিক কোনো জটিলতা নেই।সাতদিনের সেরা