kalerkantho

রবিবার । ১১ আশ্বিন ১৪২৮। ২৬ সেপ্টেম্বর ২০২১। ১৮ সফর ১৪৪৩

এই তাহলে বিয়ের কারণ

রংবেরং ডেস্ক   

১ আগস্ট, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেএই তাহলে বিয়ের কারণ

ইয়ামি গৌতম

৪ জুন হঠাৎই পরিচালক আদিত্য ধর ও অভিনেত্রী ইয়ামি গৌতমের বিয়ে হয়। কোনো পূর্বঘোষণা ছাড়াই তাঁদের বিয়ে বিস্ময়ের জন্ম দেয়। ‘ফিল্ম কম্পানিয়ন’-কে দেওয়া সাক্ষাত্কারে প্রথমবার বিয়ে নিয়ে কথা বলেছেন ইয়ামি। জানিয়েছেন গণমাধ্যমের চোখ আড়াল করতেই হঠাৎ বিয়ে নয়, বরং এর পেছনে আছে মজার গল্প। “সত্যি সত্যিই আমাদের বিয়ের কোনো পরিকল্পনা ছিল না, তবে যা হয়েছে ভালোই হয়েছে। ‘উরি’র প্রচারণার সময়ই আদিত্যর সঙ্গে বন্ধুত্ব হয়। এরপর সম্পর্ক। দুই বছর ব্যাপারটা নিয়ে দুজন দুজনের পরিবারের সঙ্গে কথা বলি। আমরা চাচ্ছিলাম বাগদান করতে, কিন্তু আমার নানি ঘোর আপত্তি জানান। বলেন, এসব বাগদান-টাগদান আমাদের সংস্কৃতি নয়। করলে বাপু বিয়েই করো। এরপর আদিত্য বলে, আমরা কি তৈরি? আমারও একই প্রশ্ন ছিল। তবে দুই পরিবার বিয়ে নিয়ে খুব খুশি ছিল, দ্রুতই সব কিছু হয়ে গেছে”, বলেন ইয়ামি। বিয়ের করলেও ‘পারিবারিক’ জীবন এখনো ভালোভাবে শুরু করতে পারেননি অভিনেত্রী। কারণ এমন সময় বিয়ে করেছেন যখন তাঁর অন্তত তিনটি ছবির শুটিং বাকি। আদিত্যও ব্যস্ত তাঁর বহুল আলোচিত ‘সুপারহিরো’ ছবির প্রস্তুতি নিয়ে। “সত্যি বলতে ‘বিয়ে কী’ সেই উপলব্ধি এখনো হয়নি, বুঝতে চেষ্টা করছি। তবে আগের চেয়ে সুখী—এটা বলতে পারি”, বলেন ইয়ামি। অভিনেত্রী এখন কলকাতায়। শুটিং করছেন অনিরুদ্ধ রায়চৌধুরীর ‘লস্ট’ সিনেমার। সাক্ষাত্কারে জানান বাড়িতে পরিচালক থাকায় নিজের ছবি নিয়ে নিয়মিতই আদিত্যর পরামর্শ নেন, “আমি ছবির প্রস্তাব পেলে আগে থেকেই মা-বাবার সঙ্গে কথা বলতাম। একজন নতুন সদস্য যোগ হয়েছে। সবাই যার যার মতামত দেয়। এটা খুব কাজে দেয়। আমি আদিত্যর প্রজেক্ট নিয়ে কথা বলি। এখন যে সুপারহিরো ছবিটি করতে চলেছে সেটার চিত্রনাট্যও পড়েছি। অসাধারণ একটা ছবি হতে চলেছে।’

 

সূত্র : হিন্দুস্থান টাইমসসাতদিনের সেরা