kalerkantho

শুক্রবার । ২ আশ্বিন ১৪২৮। ১৭ সেপ্টেম্বর ২০২১। ৯ সফর ১৪৪৩

আরো খবর

২৮ জুলাই, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেআরো খবর

ডান্স ডান্স জুনিয়র-এ সানি লিওন

-     স্টার জলসার রিয়ালিটি শো ‘ডান্স ডান্স জুনিয়র’-এর দ্বিতীয় সিজনে দেখা যাবে সানি লিওনকে। এ ছাড়া থাকবেন পরিচালক, কোরিওগ্রাফার রেমো ডি’সুজা। শোটির চলতি সিজনেই যুক্ত হবেন দুজন।

-     রেকর্ড দামে এস এস রাজামৌলির বহুল আলোচিত ছবি ‘আরআরআর’-এর সংগীতের স্বত্ব কিনেছে টি-সিরিজ। তবে টাকার অঙ্ক জানা যায়নি।

-     বাবার অভিভাবকত্ব থেকে মুক্তি চেয়ে নতুন করে আবেদন করেছেন ব্রিটনি স্পিয়ার্স। গায়িকার নিযুক্ত নতুন আইনজীবী সোমবার এই আবেদন করেন।

-     ‘হোম অ্যান্ড অ্যাওয়ে’ খ্যাত অস্ট্রেলীয় অভিনেতা ডিটার ব্রুমার ৪৫ বছর বয়সে মারা গেছেন। শনিবার সিডনিতে তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়।

-     এম নাইট শ্যামলনের নতুন ছবি ‘ওল্ড’ মুক্তির পর বক্স অফিসে রেকর্ড গড়েছে। ২৩ জুলাই মুক্তির পর থেকে ছবিটি এ পর্যন্ত এক কোটি ৬৫ লাখ ডলারের টিকিট বিক্রি করেছে।

-     মুসলিম সম্প্রদায়ের ক্ষোভের মুখে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলার ঘটনা নিয়ে চলচ্চিত্র নির্মাণ স্থগিত করা হয়েছে। জুন মাসে ছবির পরিকল্পনা প্রকাশ্যে আসার পর থেকেই শুরু হয় বিতর্ক, ইস্তফা দেন প্রযোজক ফিলিপা ক্যাম্পেল। ২০১৯ সালের ১৫ মার্চের ওই হামলায় ৫১ জন মারা যান।

-     জনপ্রিয় র‌্যাপার কেনি ওয়েস্টের বহুল আলোচিত নতুন অ্যালবাম ‘ডনডা’ মুক্তি পাবে ৬ আগস্ট।

 সাতদিনের সেরা