kalerkantho

মঙ্গলবার । ৬ আশ্বিন ১৪২৮। ২১ সেপ্টেম্বর ২০২১। ১৩ সফর ১৪৪৩

রহস্যময়ীর আগমন বার্তা

রংবেরং ডেস্ক   

২৭ জুলাই, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেরহস্যময়ীর আগমন বার্তা

১৩ আগস্ট প্রচারিত হবে হইচইয়ের বহুল প্রতীক্ষিত সিরিজ ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’। ২৫ জুলাই প্রকাশিত হয়েছে সিরিজটির ট্রেলার। এর আগে টিজারে বাংলাদেশি অভিনেত্রী আজমেরী হক বাঁধনের উপস্থিতি কম থাকলেও দুই মিনিট ২৯ সেকেন্ডের ট্রেলার যেন পুরোটাই বাঁধনময়। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত সিরিজটির প্রধান চরিত্র মুশকান জুবেরির ভূমিকায় দেখা গেছে বাঁধনকে। টিজারে তাঁর সঙ্গে প্রায় দৃশ্যেই আছেন নন্দিত অভিনেতা রাহুল বোস। ট্রেলারে মুশকান চরিত্রের মতো রাহুল অভিনীত নিরুপম চন্দ চরিত্র নিয়েও রহস্য রাখা হয়েছে। এর আগে এক সাক্ষাৎকারে রাহুল বোসের সঙ্গে অভিনয় নিয়ে নিজের নার্ভাসনেসের কথা বলেছিলেন বাঁধন। এ দুজন ছাড়াও তারকাবহুল সিরিজটিতে আছেন অঞ্জন দত্ত, অনির্বাণ ভট্টাচার্য ও অনির্বাণ চক্রবর্তী।

‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’ তৈরি হয়েছে বাংলাদেশের লেখক মোহাম্মদ নাজিম উদ্দিনের একই নামের উপন্যাস অবলম্বনে।সাতদিনের সেরা