ঢাকা, রবিবার ২০ জুলাই ২০২৫
৫ শ্রাবণ ১৪৩২, ২৪ মহররম ১৪৪৭

ঢাকা, রবিবার ২০ জুলাই ২০২৫
৫ শ্রাবণ ১৪৩২, ২৪ মহররম ১৪৪৭

একনজরে ফকির আলমগীর

অন্যান্য
অন্যান্য
শেয়ার
একনজরে ফকির আলমগীর

জন্ম : ২১ ফেব্রুয়ারি, ১৯৫০, ফরিদপুর।

পড়াশোনা : কালামৃধা গোবিন্দ হাই স্কুল, জগন্নাথ কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়।

রাজনীতি : ১৯৬৬ সালে ছাত্র ইউনিয়নের মেনন গ্রুপের সদস্য হন।

রাজপথে গান : ক্রান্তি শিল্পীগোষ্ঠী ও গণশিল্পীগোষ্ঠীর সদস্য হয়ে গণ-অভ্যুত্থান, মুক্তিযুদ্ধ ও সামরিক শাসনবিরোধী আন্দোলনে অংশ নেন গানের মাধ্যমে।

অন্য গুণ : ভালো বাঁশি বাজাতেন।

জনপ্রিয়তা : ১৯৮২ সালে বিটিভির ‘আনন্দমেলা’ অনুষ্ঠানে ‘ও সখিনা’ গেয়ে সারা দেশে পরিচিতি লাভ করেন।

সংগঠন : ঋষিজ শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা।  ছিলেন গণসংগীত শিল্পী পরিষদের সভাপতি ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি।

লেখালেখি : প্রথম বই ‘চেনা চায়না’ (১৯৮৪)। এ ছাড়া লিখেছেন ‘মুক্তিযুদ্ধের স্মৃতি বিজয়ের গান’, ‘গণসংগীতের অতীত ও বর্তমান’, ‘অমর কথা’, ‘হৃদয় পটে’, ‘স্মৃতি আলাপনে মুক্তিযুদ্ধ’, ‘আবহমান বাংলার লোকসংগীত’সহ ৯টি বই।

পরিবার : স্ত্রী সুরাইয়া আলমগীর ও তিন পুত্র।

সম্মাননা : একুশে পদক (১৯৯৯), শেরেবাংলা পদক, ভাসানী পদক, জসীমউদ্দীন পদক, পশ্চিমবঙ্গ সরকারের মহাসম্মাননা।

মৃত্যু : ২৩ জুলাই ২০২১, ঢাকা।

মন্তব্য

সম্পর্কিত খবর

আরো খবর

শেয়ার
আরো খবর

কলকাতায় এক সাক্ষাৎকারে জয়া আহসান জানিয়েছেন, এখন থেকে কাজ কম করবেন। বছরে একটি, নয়তো সর্বোচ্চ দুটি ছবিতে দেখা যাবে তাঁকে।

গতকাল অভিনেতা আফজাল হোসেনের ৭১তম জন্মদিন ঘটা করে পালন করেছে চ্যানেল আই। এই কিংবদন্তির জন্মদিনের কেক কাটতে চ্যানেল আইয়ে হাজির হয়েছেন অভিনেতা আবুল হায়াত, আফসানা মিমি, চঞ্চল চৌধুরী, মডেল নোবেলসহ শোবিজের অনেকেই।

নিজের গানের ভিডিও চিত্র নিজেই নির্মাণ করবেন বলে ঘোষণা দিয়েছেন প্রত্যয় খান।

মুক্তির দিনে ২০ কোটি রুপি আয় করেছে নতুন জুটি আহান পান্ডে ও অনিত পাড্ডা অভিনীত সাইয়ারা। মুহিত সুরি পরিচালিত ছবিটি মুক্তির আগেই ৮৫ হাজার টিকিট বিক্রি হয়েছিল।

প্রাসঙ্গিক
মন্তব্য
টিভি হাইলাইটস

মাটির নিচে ৪০ দিন

শেয়ার
মাটির নিচে ৪০ দিন

একটি কঠিন পরীক্ষায় অংশ নেন ১৪ জন স্বেচ্ছাসেবক। ৪০ দিনের জন্য মাটির নিচে অন্ধকার প্রকোষ্ঠে রাখা হয় তাঁদের। সময় জানার কোনো যন্ত্রও দেওয়া হয় না তাঁদের। এমন পরিস্থিতিতে মানুষ কিভাবে খাপ খাইয়ে নেয়, সময়জ্ঞান হারালে শরীর ও মস্তিষ্ক কিভাবে প্রতিক্রিয়া জানায়, তা নিয়ে তথ্যচিত্র ডিপ টাইম : ফরটি ডেইজ অব ডার্কনেস

দেখা যাবে ডয়েচে ভেলেতে, সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে।

প্রাসঙ্গিক
মন্তব্য
অন্তর্জাল

কুবেরা

শেয়ার
কুবেরা
‘কুবেরা’ ছবির দৃশ্য

বঙ্গোপসাগরে লুকিয়ে থাকা দুর্লভ এক তেলখনির খোঁজ পায় মুম্বাইয়ের প্রভাবশালী ও উচ্চাকাঙ্ক্ষী ব্যবসায়ী নীরজ মিত্র। এটিকে ঘিরে অর্থ, প্রভাব ও রাজনৈতিক নিয়ন্ত্রণে ব্যবহারের গোপন এক পরিকল্পনা করেন। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য তিনি সহায়তা চান সাবেক সিবিআই কর্মকর্তা দীপকের। গত মাসে মুক্তি পাওয়া তামিল ছবি কুবেরার কাহিনি এটি।

শুক্রবার অ্যামাজন প্রাইম ভিডিওতে এসেছে ধনুষ, রাশমিকা মানদানা, নাগার্জুন অভিনীত ছবিটি।

প্রাসঙ্গিক
মন্তব্য
চলচ্চিত্র

মায়ের অধিকার

শেয়ার
মায়ের অধিকার
‘মায়ের অধিকার’ ছবিতে ববিতা ও সালমান শাহ

অভিনয়ে সালমান শাহ, ববিতা, আলমগীর, শাবনাজ। পরিচালনা শিবলী সাদিক। সকাল ১০টা ১০ মিনিট, আরটিভি।

গল্পসূত্র : জাহান মঞ্জিলে নতুন বউ এসেছে।

গরিব ঘরের মেয়ে বলে পুত্রবধূকে মেনে নেয় না বেগম মমতাজ জাহান। পুত্র শাহেদকে কৌশলে বিদেশে পাঠিয়ে দেয়। এই সুযোগে সন্তানসম্ভাবনা পুত্রবধূ আশাকে বাড়ি থেকে বের করে দেয়। শাহেদ দেশে ফিরে জানতে পারে আশা মৃত।
এক বস্তিতে সন্তান রবিনকে নিয়ে থাকে আশা। বড় হয়ে জাহান মঞ্জিলে মায়ের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে নামে রবিন।

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ